ভ্রমণ প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল Google। কোম্পানির নিজস্ব স্টার্ট আপ কোম্পানি Area 120 নতুন এই অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপ এর নাম Touring Bird। জনপ্রিয় টুরিস্ট প্লেসের প্রধান আকর্ষনগুলি পাওয়া যাবে এই অ্যাপে।
Google এর পরীক্ষামূলক ওয়ার্কশপের নাম Area 120। আপাতত এই অ্যাপ থেকে সারা বিশ্বের 20টি জনপ্রিয় শহরের প্রধাণ আকর্ষনগুলি দেখে নিতে পারবেন ট্রাভেলাররা। এই তালিকায় রয়েছে নতুন দিল্লি, প্রাগ, চিকাগো, আমস্ট্রারডাম, বার্সেলোনা, বার্লিন ও লাস ভেগাসের মতো শহরগুলি। আগামী কয়েক মাসের মধ্যেই আরও নতুন অনেক শহর এই তালিকায় যোগ হবে বলে জানানো হয়েছে।
“এই শহরগুলির মধ্যে একটি সিলেক্ট করলে সেই শহরের জনপ্রিয় আকর্ষণ, টুর দাম সহ দেখতে পারবেন। স্থানীয়রা এই সব জায়গাতে ঘুরে বেড়ানোর টোটকা দেবেন আপনাকে।” বলে ঈক বিবৃতিতে জানিয়েছে Touring Bird।
এই অ্যাপ এর মধ্যেই "build-your-own package" নামে একটি ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে অ্যাপ ব্যবহারকারী নিজস্ব ভ্রমণের দাম বিভিন্নভাবীএ তুলনা করতে পারবেন। এখান থেকে নিজীর টুর বুক বা বাতুল করা যাবে।
“আমরা একটি ছোট্ট দল। এই দলে সবাই ভ্রমণকে আরও জনপ্রিয় করে তুলতে চাই। আমাদের সবারই কোম্পানিতে ট্রাভেল প্রোডাক্ট বানানোর অভিজ্ঞতা রয়েছে।” বলে জানিয়েছে Touring Bird।
আপাতত ডেস্কটপ ও মোবাইল গ্রাহকরা সারা বিশ্ব থেকে ইংরাজী ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন