ইতিমধ্যেই একশো কোটি গ্রাহক Instagram ব্যবহার শুরু করেছেন। এটি ফেসবুকের চতুর্থ প্ল্যাটফর্ম যাতে একশো কোটি গ্রাহক বা তার বেশি গ্রাহক রয়েছেন। এছাড়াও কোম্পানির WhatsApp, Messenger ও Instagram এ একশো কোটির বেশি গ্রাহক রয়েছে।
YouTube কে টক্কর দিতে নতুন অ্যাপ লঞ্চ করল Instagram। কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই একশো কোটি গ্রাহক Instagram ব্যবহার শুরু করেছেন। এটি ফেসবুকের চতুর্থ প্ল্যাটফর্ম যাতে একশো কোটি গ্রাহক বা তার বেশি গ্রাহক রয়েছেন। এছাড়াও কোম্পানির WhatsApp, Messenger ও Instagram এ একশো কোটির বেশি গ্রাহক রয়েছে।
গত সেপ্টেম্বরে Instagram এ গত সেপ্টেম্বরে বিশ্বব্যাপী 80 কোটি গ্রাহক ছিলেন। তরুন প্রজম্ন স্ন্যাপচ্যাট ও টুইটার ছেড়ে Instagram এর দিকেই ঝুঁকছে। এমনকি গ্রাহকরা ফেসবুক ব্যাবহার বন্ধ করে Instagram ব্যবহার শুরু করেছেন।
Instagram এর চিফ এক্সিকিউটিভ কেভিন সিস্ট্রোম নতুন IGTV এর উন্মোচন করেন। সান ফ্রান্সিস্কোতে এক ইভেন্টে কেভিন বলেন “আমনে এখন একশো কোটির পরিবার। 2010 সালে লঞ্চের সময় থেকেই আমরা এই পরিবারে দারুন বৃদ্ধি লক্ষ্য করেছি।”
ইতিমধ্যেই ভিডিওর উপরে দারুন জোর দিতে দেখা গিয়েছে ফেসবুককে। আর নতুন এই IGTV সরাসরি YouTube কে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে। YouTube এর মতোই IGTV তে লম্বা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যাবে। ক্রিয়েটাররা নিজেদের চ্যানেল তৈরী করে সেখানে নিজেদের কনটেন্ট শেয়ার করতে পারবেন।
“যে কেউ IGTV তে ক্রিয়েটার হতে পারবেন। আপনার নিজের চ্যানেল তৈরী করে আপলোড শুরু করেব দিতে হবে।” বলেন কেভিন।
কেভিন জানিয়েছেন প্রধানত স্মার্টফোনের কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরী করা হয়েছে। তিনি আরও বলেন এই অ্যাপ লঞ্চের ফলে আমাদের ভিডিও দেখার অভিজ্ঞতা বদলে যাবে।
বেশ কয়েক বছর ধরেই বিশ্বের মানুষ টিভি ছেড়ে অনলাইনে ভিডিও দেখার অভ্যাস করে ফেলেছে। আর সেই সময়েই লঞ্চ হল Instagram এর নতুন এই ভিডিও স্ট্রিমিং অ্যাপ। এর মধ্যেই জনপ্রিয় Netflix ও Hulu-এর মতো সার্ভিসগুলি। এছাড়াও YouTube এও মানুষ ভিডিও দেখার জন্য অনেকটা সময় কাটান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xbox Partner Preview Announcements: Raji: Kaliyuga, 007 First Light, Tides of Annihilation and More
YouTube Begins Testing Built-In Chat and Video Sharing Feature on Mobile App
WhatsApp's About Feature Upgraded With Improved Visibility, New Design Inspired by Instagram Notes