লোকসভা নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই খবর পড়ার জন্য নতুন Jio News অ্যাপ নিয়ে হাজির হল Jio। Jio News অ্যাপ থেকে 12 টি প্রাদেশিক ভাষায় খবর পড়া যাবে। Android, iOS ও ওয়েব থেকে Jio News ব্যবহার করে খবর পড়া যাবে। লোকসভা নিব্বাচন ও IPL এর লাইভ আপডেট পাওয়া যাবে Jio News থেকে। এই অ্যাপ এর ভিতরেই থাকছে 150 টি খবরের চ্যানেল, 800 টি ম্যাগাজিন ও 250 টি খবর কাগজ ও একাধিক অনলাইন ব্লগ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং ব্যবহার করে সবথেকে গুরুত্বপূর্ণ খবর গ্রাহকের কাছে পৌঁছে দেবে Jio News।
বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মারাঠি, পাঞ্জাবী, তামিল ও উর্দু ভাষায় ব্যবহার করা যাবে Jio News। গ্রাহক কোন ধরনের খবর পছন্দ করেন তার উপরে নির্ভর করে হোম পেজে বিশেষ খবর পাঠানো হবে। অ্যাপ ব্যবহারের শুরুতে নিজের আগ্রহের কথা জানাতে হবে।
লেখা খবর ছাড়াও 150 টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে Jio News থেকে। বিভিন্ন ক্ষেত্রে ট্রেন্ডিং ভিডিও দেখা যাবে এই অ্যাপ থেকে।
এক বিবৃতিতে মুম্বাই এর কোময়ানিটি জানিয়েছে Jio XpressNews, Jio Mags আর Jio NewsPaper গ্রাহকদের নিজে থেকে Jio News অ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। Jioগ্রাহক না হলেও Jio News ব্যবহার করা যাবে।
ইতিমধ্যেই App Strore আর Play Store থেকে Jio News ডাউনলোড করা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন