লোকসভার ভোতে আগে কোন ধরনের ভিডিও পোস্ট করা যাবে না তা জানা যাবে এখানে। একই সাথে TikTok –এ হয়রানির স্বীকার হলে কীভাবে মোকাবিলা করবেন সেই উপদেশ থাকছে ‘সেফটি সেন্টার’ –এ।
10 টি ভারতীয় ভাষায় ‘সেফটি সেন্টার' সুচনা করল ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok। বুধবার এই ঘোষণা করেছে চিনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
‘সেফটি সেন্টার' এর মাধ্যমে গ্রাহককে TikTok ব্যবহারের সময় সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হবে। হিন্দি, তেলেগু, তামিল, গুজরাটি, মালয়ালাম, এবং পাঞ্জাবী সহ 10 টি ভারতীয় ভাষায় ‘সেফটি সেন্টার' কাজ করবে।
লোকসভার ভোতে আগে কোন ধরনের ভিডিও পোস্ট করা যাবে না তা জানা যাবে এখানে। একই সাথে TikTok –এ হয়রানির স্বীকার হলে কীভাবে মোকাবিলা করবেন সেই উপদেশ থাকছে ‘সেফটি সেন্টার' –এ।
গ্রাহককে নিজের ভাষায় অ্যাকাউন্ট সুরক্ষা রাখার উপায়ের সাথেই কীভাবে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় তা সেখাবে TikTok।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter