2024সালের সব থেকে বড় বার্ষিক সেল উৎসব-অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল

2024সালের সব থেকে বড় বার্ষিক সেল উৎসব-অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল

Photo Credit: Amazon

Amazon Great Indian Festival 2024 sale is now open for everyone

হাইলাইট
  • অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল শতশত ডিলের সাথে এখন লাইভ
  • এই সেলের মধ্যে বিশেষ ছাড় এবংএকগুচ্ছ অফার আছে
  • SBI ক্রেডিট এবং ডেবিটকার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত তাৎক্ষণিক ছাড় পাবেন
বিজ্ঞাপন

প্রাইম সদস্যদের প্রাথমিক প্রবেশের অগ্রাধিকারের 24 ঘন্টা পরে শুরু হয়ে গেলো সমস্ত গ্রাহকদের জন্য অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল। উৎসবের মরশুমে সেল উৎসবটি উত্তেজনাপূর্ণ ছাড় এবংএকগুচ্ছ অফার প্রদান করে,জনপ্রিয় মোবাইল, ল্যাপটপ,টিভি,অ্যামাজন ডিভাইস এবংআরো অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের উপর।আপনার মূল্যবান সময় এবং অর্থের মান রাখতে আমরা অ্যামাজনের শত শত ডিল স্ক্যান করেছি,যাতে আপনার কাছে সেরা ডিলগুলি প্রদান করা যায়।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2024: মোবাইল ফোনের জন্য সেরা অফার:

Apple iPhone 13:

উৎসবের মরশুমে সেলের সময় আইফোনের পুরানো মডেলগুলিতে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে।বিশেষ ছাড়ে এই সেলে iPhone 13-এর দাম 39,999টাকা। পুরানো ফোনের পরিবর্তে 36,700টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।অন্যদিকে SBI-এর ক্রেডিটএবংডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করলে তৎক্ষণাৎ যথাক্রমে1,500এবং1,200টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।ফোনটির আসল মূল্য-59,600টাকা।

Samsung Galaxy S23 ultra 5g:

অ্যামাজনের সেলে উপরোক্ত স্মার্টফোনটির দাম 74,999টাকা।এছাড়াও গ্রাহকরা 3,750টাকা মূল্যের একটি কুপনের দ্বারা ছাড় পাবেন।SBI ক্রেডিটকার্ডের মাধ্যমে অতিরিক্ত1,500টাকা ছাড় পাবেন এবং 65,000টাকার মধ্যে পরিবর্তনের অফারটি আছে। উপলব্ধ একগুচ্ছ অফারগুলি দ্বারা ফোনটির মূল্য অমায়িক কম হয়।হ্যান্ডসেটটির আসল মূল্য-1,49,999টাকা।

One plus 12R 5g:

Oneplus 12R 5g ফোনটি 37,999 টাকায় উপলব্ধ আছে। পুরানো স্মার্টফোনের পরিবর্তে 35,000টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।ফোনটি Snapdragon 8 Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিতএবংএটিতে 8জিবিRAM ও 256জিবি স্টোরেজ আছে।ফোনটি 100W Super Vooc-এর দ্রুত চার্জিং সমর্থিত 5,500 mAhএর ব্যাটারী আছে।আসল দাম-42,999টাকা।

iQOOZ9x 5g

চলতি সেলে অ্যামাজনে কুপন ভিত্তিক ছাড়ে সাশ্রয়ী মূল্যের iQOO Z9x 5gফোনটি 13,999টাকায় উপলব্ধ আছে।পুরানো স্মার্টফোনের বিনিময়ে13,250টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ে উপলব্ধ।হ্যান্ডসেটটি Snapdragon 6 Gen 1 SoCপ্রসেসর দ্বারা চালিত এবং 6জিবিRAMও128জিবিস্টোরেজ আছে।
এটির আসল মূল্য-18,999টাকা।

Samsung GalaxyM35 5g

চলতি সেলে ফোনটির দাম 14,999টাকা।14,150টাকা পর্যন্ত ছাড়ের মাধ্যমে পুরোনো ফোন অদলবদল করা যাবে।স্মার্টফোনটি চার্জার ছাড়াই একটি 6,000mAhব্যাটারী সহ আসে।এটির দাম-24,499 টাকা

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল: ইলেকট্রনিক্সের উপর সেরা অফার:

Apple MacBookAirM1

13.3ইঞ্চির MacBook মডেলটি 52, 990টাকায় বিক্রি হচ্ছে।পুরানো ল্যাপটপ 11,990টাকা ছাড়ে পরিবর্তন করা যাবে।SBIকার্ডের মাধ্যমে 4,000টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।অ্যামাজন No Cost EMI-এর সুবিধা দিচ্ছে।এটির আসল মূল্য-92,900টাকা

Samsung Galaxy TabS9FE

ট্যাবটির বর্তমান দাম 26,999টাকা।24,150টাকা পর্যন্ত ছাড়ে পুরোনো ল্যাপটপ বা ট্যাব পাওয়াযাবে। ট্যাবলেটটি10.9ইঞ্চির ডিসপ্লে দ্বারা সজ্জিত এবংএটির বাক্সে একটি S penআছে ও স্যামসাংয়ের Exynos 1380 চিপসেট দ্বারা চালিত এবং ডুয়াল স্পীকার আছে।এটির আসল মূল্য-44,999টাকা।

Sony Bravia 55-inch 4k GoogleTV

চলতি সেলে TV-টি 54,990টাকা দামে পাওয়া যাচ্ছে।SBI কার্ডের মাধ্যমে 4000টাকা পর্যন্ত বাঁচানো যাবে।এখানে No Cost EMI-এর সুবিধা আছে। টিভিটিতে তিনটি HDMIপোর্ট এবং দুটিUSBপোর্ট আছে।এটির মূল্য-99,900 টাকা।

Fire TV Stick

অ্যামাজন Fire TV Stick-টি বর্তমানে 2,199 টাকায় পাওয়া যাবে।এই মডেলটি আলেক্সা ভয়েস রিমোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ(তৃতীয় প্রজন্ম)।এটিতে কণ্ঠস্বরের দ্বারা নির্দেশের মাধ্যমের সমস্ত অ্যাপের বিষয়বস্তু অনুসন্ধান করা যাবে।এটির আসল মূল্য-4,999টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. হ্যাকাররা টেলিগ্রামের মাধ্যমে Star Health-এর কিছু তথ্য ফাঁস করে দিয়েছে
  2. Vivo X200 সিরিজটি পূর্ববর্তী মডেলের তুলনায় এক অপূর্ব নতুন অভিজ্ঞতা প্রদান করবে
  3. Honor X7c 4g-ফোনটি Snapdragon 685 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে
  4. এক প্রভাবশালী অনু রূপে microRNA-এর কার্যকরী ভূমিকা
  5. আসন্ন OnePlus 13-ফোনটির চিপসেটটিতে ওরিয়ন কোর থাকবে,যা ফোনটির কার্যক্ষমতার উন্নয়ন ঘটাবে
  6. Infinix Hot সিরিজের এক নতুন আকর্ষণীয় স্মার্টফোন Infinix Hot 50i
  7. অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আগামী 17-ই অক্টোবর Infinix Zero Flip ফোনটির উন্মোচন হতে চলেছে
  8. খুব শীঘ্রই চীনে লঞ্চ করা হতে পারে One plus কোম্পানীর নতুন ফোন OnePlus 13
  9. ডুয়াল ডিসপ্লে সমৃদ্ধ Lava কোম্পানীর এক অসাধারণ উন্মোচন Lava Agni 3
  10. Vivo কোম্পানীর Vivo Y28s 5g ফোনটি নতুন দামে গ্রাহকদের কাছে উপলব্ধ আছে
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »