2024 এর অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple কোম্পানীর নতুন স্মার্টওয়াচ Apple Watch series 10 ঘড়িটি কম দামে উপলব্ধ করা হয়েছে
Photo Credit: Apple
Apple smartwatches, including the high-end Watch Ultra, are available with discounts on Amazon
বর্তমানে ভারতে অ্যামাজন সেলটি লাইভ চলছে, বিভিন্ন পণ্যের উপর বিস্তৃত পরিসরে লাভজনক ডিল নিয়ে উপস্থিত হয়েছে এটি, যেমন -স্মার্টফোন, পোশাক, ট্যাবলেট,ল্যাপটপ, টিভি, বাড়ির আসবাবপত্র এবং আরো অনেক কিছু। যেসব গ্রাহকরা তাদের উপস্থিত গ্যাজেটটির সংস্করণ করতে চান, তারা এই চলমান সেলে বিভিন্ন অফারের সুবিধা নিয়ে তাদের পছন্দসই পণ্যগুলি অনেক কম দামে পেতে পারেন। আমরা একটি শীর্ষ প্রিমিয়াম হেডফোনের তালিকা তৈরি করেছি, যেগুলি আপনারা এই সেল চলাকালীন সেগুলি ক্রয় করতে পারবেন।
যাইহোক যদি আপনার মাথায় কোনো স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা থেকে থাকে,তাহলে একগুচ্ছ ছাড়, ব্যাংকের সুবিধা,এবং অন্যান্য ব্র্যান্ডের সেরা বিকল্পের সমন্বয়ে এই সেলটি সঠিক সময়ে উন্মোচন হয়েছে। আমরা 2024-এর অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন Apple, Samsung, Amazfit এবংOne Plus-এর মত স্মার্টওয়াচগুলি শীর্ষ অফারগুলির সাথে একটি বিস্তৃত তালিকা তৈরী করেছি।
কিউপার্টিনোভিত্তিক টেক জায়ান্টের নতুন স্মার্টওয়াচ, Apple Watch series 10,যেটি ইতিমধ্যেই ছাড়ের সাথে উপলব্ধ আছে। এবং Samsung Galaxy Watch 4 LTE স্মার্টওয়াচটি 8,099টাকার কম দামে বিক্রয় করা হচ্ছে, যেটি বর্তমান বাজারে LTE স্মার্টওয়াচগুলির মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের একটি হয়ে উঠেছে।এছাড়াও এখানে Amazfit এবং One Plus-এর মত পরিধানযোগ্য ডিভাইসগুলিতে একই ডিল উপলব্ধ আছে।দাম কমের পাশাপাশি, গ্রাহকরা SBI-এর ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং EMI এর লেনদেনের বিনিময়ে 10 শতাংশ তৎক্ষণাৎ ছাড়ের সুবিধা লাভ করতে পারবেন।এছাড়াও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2024 চলাকালীন,বাছাই করা পণ্যের উপর 5000টাকা পর্যন্ত কুপনের ছাড় উপস্থিত আছে।
Apple Watch Ultra-এর দাম 89,990টাকা, সেলের কার্যকরী দাম 69,999টাকা।
Apple Watch Series 10-এর দাম 49,990টাকা, সেলের মূল্য 46,990টাকা।
Samsung Galaxy Watch 4 LTE-এর দাম 42,999 টাকা, এখন 8,099 টাকায় পাওয়া যাবে
Samsung Galaxy Watch 4 BT-এর দাম 26,999 টাকা, সেলের মূল্য 6,999টাকা।
OnePlus Watch 2R-এর দাম 19,999টাকা,সেলে 12,999 টাকায় উপলব্ধ
Amazfit Active Edge, এটির দাম19,999টাকা, সেলের মূল্য 4,799টাকা
Amazfit Active Smart-এর দাম 19,999 টাকা,4,799 টাকায় পাওয়া যাচ্ছে।
Amazfit Balance-এর দাম 30,999টাকা,সেলের দাম 16,499টাকা।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন, আরো ছাড়,অফার এবং ডিলগুলি জানার জন্য Gadgets 360-এর সাথে যুক্ত থাকুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Said to Feature Snapdragon 8 Gen 5 Chipset, Could Launch Next Month
Revolver Rita Is Now Streaming Online: Know Where to Watch the Tamil Action Comedy
Oppo Reno 15 Series Tipped to Get a Fourth Model With a 7,000mAh Battery Ahead of India Launch
Interstellar Comet 3I/ATLAS Shows Rare Wobbling Jets in Sun-Facing Anti-Tail