নতুন ডেডিকেটেড মেমোরি পেজ লঞ্চ করল ফেসবুক। বন্ধুদের সাথে যত মেমোরি শেয়ার করেছেন সব এক জায়গায় দেখতে পারবেন নতুন এই পেজে। আপনার সব পোস্ট, ফটো, কবে থেকে বন্ধুদের নিজের প্রোফাইলে যোগ করেছেন ও জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনা এই পেজে দেখা যাবে।
ইতিমধ্যেই “On This Day” নামে একই রকম একটি ফিচার রয়েছে ফেসবুকে।
“প্রত্যেকদিন সারা বিশ্বের নয় কোটি মানুষ এই সেকশানে আসেন।” বলে জানিয়েছেন ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার অরেন হড।
এই “মেমোরিজ” পেজে একাধিক বিভাগ থাকবে।
একটি বিভাগে দেখা যাবে সেই নির্দিষ্ট দিনে আপনি কাদের সাথে প্রথম বন্ধুত্ব পাতিয়েছিলেন। সেখানেই বন্ধুত্ব উদ্দ্বজাপন করার জন্য একাধিক স্পেশাল ভিডিও দেখতে পাবেন।
এছাড়াও অন্য এক বিভাগে ছট ভিডিওর মাধ্যমে আপনি সেই মাসে কি করেছিলেন তা দেখাবে ফেসবুক।
এছাড়াও গত সপ্তাহে আপনি যে পোস্টগুলি দেখতে পাননি সেই পোস্টও একটি বিভাগে আপনার জন্য আলাদা করে গুছিয়ে রাখবে ফেসবুক।
এছাড়াও আগের মতোই নোটিফিকেশান থেকে নিজের মেমোরি দেখে নিতে পারবেন ফেসবুকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন