Google দীপাবলি উপলক্ষে এক বিশেষ অফার নিয়ে এসেছে, যেখানে মাত্র 11 টাকায় অতিরিক্ত স্টোরেজ কিনতে পারবেন।
Photo Credit: Unsplash/Đức Trịnh
Google One স্টোরেজ প্ল্যানের দাম মাত্র 11 টাকা থেকে শুরু
দুর্গাপুজোর পর্ব শেষ৷ এবার পালা কালীপুজোর। সঙ্গে দীপাবলি উৎসব তো আছেই। পালা-পার্বণে ঘুরেছেন, আনন্দ করেছেন জমিয়ে, ছবি-ভিডিও তুলেছেন চুটিয়ে। কিন্তু এখন গুগল ড্রাইভে স্টোরেজ চেক করতে গিয়ে দেখলেন, ফাইল ও ছবিতে পুরো ভরে গিয়েছে। 15 জিবি ডেটা রাখার যে সর্বোচ্চ সীমা থাকে, তা প্রায় ছুঁইছুই। এত সুন্দর সব ছবি ও ভিডিও উঠেছে যে সেগুলো মুছে স্পেস খালি করার উপায় নেই। তখন গুগল ড্রাইভে জায়গা বৃদ্ধি করার জন্য টাকা দিয়ে প্ল্যান কেনাই একমাত্র বিকল্প। তবে শুনলে খুশি হবেন, আপনি এখন নামমাত্র খরচে গুগলের ক্লাউড স্টোরেজে অতিরিক্ত জায়গা কিনতে পারবেন।
Google দীপাবলি উপলক্ষে এক বিশেষ অফার নিয়ে এসেছে, যেখানে আপনি চা-বিস্কুটের থেকেও কম দামে অতিরিক্ত স্টোরেজ কিনতে পারবেন। অর্থাৎ ড্রাইভ, গুগল ফটোস, ও জিমেলের স্টোরেজ কমে গিয়েছে বলে আর চিন্তা করতে হবে না। এই অফার সীমিত সময়ের জন্য ও অক্টোবর 31-এর পর আর পাওয়া যাবে না।
দীপাবলি অফারের অধীনে, গুগল লাইট প্ল্যান প্রথম তিন মাসের জন্য মাত্র 11 টাকা খরচ করে কিনতে পারবেন আপনি। অর্থাৎ 3 মাসের জন্য 33 টাকা দিতে হবে। 3 মাস পেরিয়ে গেলে গ্রাহককে 59 টাকা চার্জ করা হবে। এই লাইট প্ল্যানে 30 জিবি স্টোরেজ পাওয়া যাবে। পরবর্তী প্ল্যান হল বেসিক, যা 100 জিবি স্টোরেজ অফার করে। এটি নিলে প্রথম 3 মাসের জন্য 33 টাকা খরচ হবে। এখানেও প্রতি মাসে 11 টাকা৷ 3 মাস শেষ হলে গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে 130 টাকা নেওয়া হবে।
গুগলের স্ট্যান্ডার্ড 200 জিবি প্ল্যান নিতে চাইলে প্রথম 3 মাসের জন্য প্রতি মাসে মাত্র 11 টাকা গুনতে হবে। অফার শেষ হলে প্ল্যান চালানোর জন্য 210 টাকা খরচ করতে হবে। যাদের বেশি স্টোরেজ প্রয়োজন, তাদের জন্য গুগল 2 টেরাবাইট স্টোরেজের একটি প্ল্যান চালু করেছে। যা কিনতে মাত্র 11 টাকা লাগবে। এটি প্রথম 3 মাসের জন্য। তারপর মাসে মাসে 650 টাকা চার্জ নেওয়া হবে। অর্থাৎ সমস্ত ক্লাউড স্টোরেজ প্ল্যানের দাম 11 টাকা রেখেছে মার্কিন টেক জায়ান্টটি।
বার্ষিক প্ল্যানেও বিরাট ছাড় দিচ্ছে গুগল। 30 জিবির Lite প্ল্যান মাত্র 479 টাকায় 1 বছরের জন্য কেনা যাবে। অন্য দিকে, 100 জিবি স্টোরেজের Basic প্ল্যান 1,560 টাকার বদলে বার্ষিক 1,000 টাকায় কেনা যাবে। একইভাবে, 200 জিবি স্টোরেজের Standard প্ল্যান আগের 2,520 টাকার পরিবর্তে 1,600 টাকায় পাওয়া যাচ্ছে। সবশেষে, 2 টিবি Premum প্ল্যান কিনতে পারবেন 4,900 টাকায়। যা অন্য সময় কিনতে 7,800 টাকা লাগে। মনে রাখবেন, এই ছাড় শুধুমাত্র এক বছরের জন্য প্রযোজ্য। সাবস্ক্রিপশন কেনার এক বছর পর থেকে ব্যবহারকারীদের মূল দাম অনুযায়ী চার্জ করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e Expected to Arrive With Thinner Bezels Alongside Dynamic Island: Report