অতি শীঘ্রই YouTube উপভোক্তাদের জন্য Live Streams ফিচার নিয়ে আসতে চলেছে. কয়েক মাসের মধ্যেই YouTube অসুস, এলজি, মটোরোলা, নোকিয়া এবং স্যামসাং-এর মতো কিছু নির্বাচিত হ্যান্ডসেটে ডেডিকেটেড লাইভ স্ট্রিমিং ফিচার প্রদান করতে চলেছে. এই ফিচার উপলব্ধ হওয়ার পরে ডায়রেক্ট ক্যামেরার সাহায্যে YouTube -এ ভিডিও বানিয়ে যারা পোস্ট ক্রেতাদের কাছে বিষয়টি অনেক সহজ হয়ে দাঁড়াবে. লাইভ স্ট্রিমিং ভিডিওর জন্য বর্তমানে ফেসবুক লাইভ এবং টুইটারের পেরিস্কোপ খুব বেশি করে ব্যবহার করা হয়, সুতরাং YouTube -এর সাথে এদের প্রতিদ্বন্দ্বিতা সুনিশ্চিত.
এই টেকনলজি যাতে সহজে ব্যবহার করা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে. YouTube নিজের উপভোক্তাদের জন্য youtube.com/webcam ওয়েবপেজ বানিয়েছে. যাতে করে একটা ক্লিকেই স্ট্রিমিং শুরু হয়ে যেতে পারে. সেই সাথে ডানদিকে গো লাইভ বটন দেওয়া হবে যাতে করে হার্ডওয়ার ও সফ্টওয়ার যুক্ত না করেই সরাসরি এর সুবিধা নেওয়া যায়.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.