ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
মঙ্গলবার ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2। গত সপ্তাহে রাশিয়ায় এই দুটি স্মার্টফোন সামনে এসেছিল। দুটি ফোনেই রয়েছে বড় ডিসপ্লে আর ডিসপ্লের উপরে রয়েছে নচ। Asus ZenFone Max Pro M2 ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট। অন্যদিকে ZenFone Max M2 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট। দুটি ফোনেই সেলফি ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
আরও পড়ুন: Asus ZenFone Max Pro M2 লঞ্চ ইভেন্ট দেখুন এখানে
ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 14,999 টাকা। দুটি আলাদা রঙে আগামী 18 ডিসেম্বর Flipkart এ বিক্রি শুরু হবে Asus ZenFone Max Pro M2।
ভারতে Asus ZenFone Max M2 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max M2 কিনতে খরচ হবে 11,999 টাকা। দুটি আলাদা রঙে আগামী 20 ডিসেম্বর Flipkart এ বিক্রি শুরু হবে Asus ZenFone Max M2।
আরও পড়ুন: HDR ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Nokia 8.1
আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s
Asus ZenFone Max Pro M2 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
আরও পড়ুন: ছোট্ট নচ, 4000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Huawei Enjoy 9
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max Pro M2 ফোনের ব্যাটারি 5,000 mAh।
আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় দিচ্ছে Samsung
আরও পড়ুন: Helio P22 চিপসেট আর 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Vivo Y93s
ডুয়াল সিম Asus ZenFone Max M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
আরও পড়ুন: আবার সস্তা হল Oppo A3s
Asus ZenFone Max M2 ফোনে থাকছে 19:9 অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে
আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Vivo V11 Pro
ছবি তোলার জন্য Asus ZenFone Max M2 ফোনে রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ।
আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi
Asus ZenFone Max M2 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা
আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Samsung Galaxy Note 9 আর Galaxy S9+
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max M2 ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন