319 টাকা প্ল্যানে 84 দিন আনলিমিটেড ভয়েস কল করা যাবে
শুধুমাত্র ভয়েস কলের জন্য গত বছর 99 টাকা ও 319 টাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। লঞ্চের সময় এই দুটি প্ল্যানে যথাক্রমে 26 দিন ও 90 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। সম্প্রতি 99 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে 24 দিন করেছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। এবার 319 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমে হল 84 দিন। আগে এই প্ল্যানে 90 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।
আরও পড়ুন: ঘাড়ে Jio, আরও বেশি ডেটা দিতে শুরু করল BSNL
319 টাকা প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি সাথেই আনলিমিটেড কল করা যাবে। লোকাল, ন্যাশনাল ও রমিং কলে এই প্ল্যান কাজ করবে। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলে কল করলে আলাদা খরচ হবে গ্রাহকের।
আরও পড়ুন: Jio GigaFiber লঞ্চের ঠিক আগে 100 Mbps ব্রডব্যান্ডে ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL
এই মাসেই 525 টাকা এবং 725 টাকা পোস্টপেড প্ল্যানে আরও বেশি ডেটা দিতে শুরু করেছে BSNL। 525 টাকায় মাসে 40GB আর 725 টাকায় মাসে 50GB ডেটা ব্যবহার করা যাবে। তবে কলকাতা সার্কেল এর BSNL পোস্টপেড গ্রাহকরা 525 টাকা প্ল্যানে গত বছর অক্টোবর মাস থেকে মাসে 80GB ডেটা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: দিনে 2.2GB অতিরিক্ত ডেটা, ‘বাম্পার অফার' এর বৈধতা বাড়ালো BSNL
এছাড়াও ‘বাম্পার অফার' এর বৈধতা বাড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। শুরুতে কোম্পানি জানিয়েছিল 31 জানুয়ারির আগে রিচার্জ করলে ‘বাম্পার অফার' এর সুবিধা পাওয়া যাবে। পরে এই অফারের বৈধতা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSNL। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন