মঙ্গলবার ভারতে আসছে Honor 10 Lite। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই বাজেট স্মার্টফোন ভারতে আনছে চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Honor 10 Lite। নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor 10 Lite। Honor 10 Lite ফোনের প্রধান আকর্ষণ ফোনের 6.21 ইঞ্চি ডিসপ্লে সাথে ওয়াটারড্রপ নচ, Kirin 710 চিপসেট, 6GB RAM আর লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন: গেমারদের জন্য Huawei Y9 (2019) ফোনে থাকছে বিশেষ ফিচার, শুরু হল বিক্রি
চিনে Honor 10 Lite এর দাম 1399 ইউয়ান (প্রায় 14,400 টাকা)। 4GB RAM/ 64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে এই টাকা খরচ হবে। 6GB Ram/64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে খরচ হবে 1,699 ইউয়ান (প্রায় 17,500 টাকা)। টপ ভেরিয়েন্টে 6GB RAM/128GB স্টোরেজে Honor 10 Lite কিনতে 1,899 ইউয়ান (প্রায় 19,500 টাকা) খরচ হবে।
আরও পড়ুন: অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি
ডুয়াল সিম Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট। এছারাও থাকবে 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
আরও পড়ুন: জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung
ছবি তোলার জন্য Honor 10 Lite এর পিছনে থাকবে 13MP+2MP ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে 24MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 10 Lite এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2 LE, 3.5 মিমি হেডফোন জ্যাক, GPS/ AGPS আর GLONASS। Honor 10 Lite এর ভিতরে থাকবে 3400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন