Photo Credit: Lava
Lava Blaze Dragon 5G ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে
Lava Blaze Dragon 5G যে ভারতে জুলাই 25 লঞ্চ হবে, সেটা গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। লঞ্চের আগেই এই নতুন বাজেট স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ করেছে লাভা। এবার ফোনটির প্রসেসরের নামও ঘোষণা করল তারা। Lava Blaze Dragon-এ ব্যবহৃত চিপটি কম দামি 5G মোবাইলের জন্য তৈরি। একটি সূত্র ফোনটির দামও ফাঁস করেছে। হ্যান্ডসেটটির পিছনে AI প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। ফাঁস হওয়া ছবি ক্যামেরা মডিউলে রামধনুর মতো রঙ দেখিয়েছে। চলুন জেনে নিই, লাভার নতুন স্মার্টফোনের দাম ও ফিচার্স কেমন হতে পারে।
টিপস্টার অভিষেক যাদব তাঁর X (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন, Lava Blaze Dragon 5G এর দাম ভারতে 10,000 টাকার মধ্যে রাখা হতে পারে। অন্যদিকে, লাভা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, নতুন স্মার্টফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটের সাথে আসবে। এই 6 ন্যানোমিটারের চিপটি বাজেট-ফ্রেন্ডলি 5G মোবাইল ফোনের জন্য লঞ্চ করেছিল কোয়ালকম। এটি 2.0 গিগাহার্টজের দু'টি Cortex-A78 কোর এবং 1.8 গিগাহার্টজের ছ'টি Cortex-A55 কোর নিয়ে গঠিত। চিপটির সঙ্গে Adreno 619 GPU যুক্ত।
কোম্পানির অফিসিয়াল টিজার লাভা ব্লেজ ড্রাগন 5G এর সোনালী রঙের বিকল্প নিশ্চিত করেছে। এছাড়াও, স্মার্টফোনটির কালো রঙের একটি ভেরিয়েন্টের ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যেখানে আয়তকার ক্যামেরা মডিউলে রামধনুর মতো রঙ দেখা গিয়েছে। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের হবে বলে জানা গিয়েছে। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স পাওয়া যাবে। ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি অফার করতে পারে।
Lava Blaze Dragon ফোনটিতে 128GB UFS 3.1 অনবোর্ড স্টোরেজ থাকবে। এটি স্টক অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গিয়েছে। এর অর্থ হল ব্লোটওয়্যার বা আগে থেকে ইন্সটলড অ্যাপ থাকবে না। ফলে ভাল পারফরম্যান্স ও সময়মতো সফটওয়্যার আপডেট পাওয়া যেতে পারে। Lava Blaze Dragon 5G আসবে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে। সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।
উল্লেখ্য, Lava Blaze AMOLED 2 এই মাসে লঞ্চের কথা ছিল, কিন্তু এখনও তারিখ ঘোষণা হয়নি। হ্যান্ডসেটটির ডিজাইন ও স্পেসিফিকেশন এর মধ্যেই প্রকাশ হয়েছে৷ এতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ FHD+ কার্ভড স্ক্রিন, MediaTek Dimensity 6300 প্রসেসর, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8 জিবি + 128 জিবি স্টোরেজ, এবং 5000mAh ব্যাটারি থাকতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন