বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে বছরের অন্যতম প্রতীক্ষিত ফোন Motorola Razr 2019 উন্মোচিত হতে চলেছে। ফোনের অফিসিয়াল লঞ্চের আগে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টিজার ইমেজ শেয়ার করা হল। সেখানে Motorola Razr 2019-কে পাশ থেকে দেখা যাচ্ছে। এর থেকে পরিষ্কার আগে ফাঁস হওয়া Motorola Razr 2019-এর ছবির সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। Motorola Global (@Moto) এবং Motorola India(@Motorolaindia)-র কভার ছবি হিসেবে এই ফোনের ছবিই দেখা যাচ্ছে। গত মাসে Motorola Razr-এর লঞ্চের বিষয়ে সংস্থার আমন্ত্রণের সঙ্গে এর নকশার এক ঝলক দেখা গিয়েছিল।
এই টিজার ইমেজে ভলিউম বাটন ও পাওয়ার বাটন সহ ফোনটির উপরের অর্ধ পরিষ্কার দেখা যাচ্ছে। এদিনের টুইটারে শেয়ার করা ছবির সঙ্গে এর আগে ফাঁস হওয়া এই ফোনের ছবি হুবহু মিলে যাচ্ছে।
Motorola Razr 2019-এ থাকতে পারে 600x800 pixels রেজোলিউশনের কভার ডিসপ্লে, ভিতরের ফোল্ডেবল প্যানেলে 6.2-inch ডিসপ্লে। সঙ্গে 876x2142 pixels রেজোলিউশন। রয়েছে Snapdragon 710 SoC। ব্যাটারি 2,730mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন