অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে আসতে চলেছে Motorola Razr 60

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 26 মে 2025 16:46 IST
হাইলাইট
  • বিগত মাসে বিশ্বের বাজারে উন্মোচিত হয়েছে Motorola Razr 60 ফোনটি
  • Motorola Razr 60 ফোনটিতে একটি বহির্মুখী ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছ
  • এটিতে 4,500mAh ব্যাটারী আছে

Motorola Razr 60-এর হুডের নিচে একটি MediaTek Dimensity 7400X চিপসেট রয়েছে

Photo Credit: Motorola

অবশেষে মটোরোলা কোম্পানি ভারতে তাদের Motorola Razr 60 ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। কোম্পানী ফোনটির ভারতীয় বিকল্পর RAM এবং স্টোরেজ সহ রঙের বিকল্পগুলিও প্রকাশ করেছে। দেশের বাজারে হ্যান্ডসেটটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। বিগত মাসে এই Motorola Razr 60-ফোনটি MediaTek Dimensity 7400X SoC দ্বারা চালিত হয়ে বিশ্বের বাজারে উন্মোচিত হয়েছিল। ফোনটিতে IP48 রেটিং যুক্তকরা হয়েছে। হ্যান্ডসেটটি তারযুক্ত এবং তারবিহীন উভয় চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে একটি 4,500mAh ব্যাটারী পেয়েছে।মটোরোলা কোম্পানি তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে, তারা Motorola Razr 60 হ্যান্ডসেটটিতে আগামী 28 সে মে দুপুর 12 টায় ভারতে লঞ্চ করার পরিকল্পনা করেছে। ভারতে লঞ্চের আগেই ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে এবং মটোরোলা ভারতীয় ওয়েবসাইটে নতুন মটোরোলা কামসেল ফোল্ডবল ফোনটির স্পেসিফিকেশনগুলি টিজ করা হয়েছে। এটিকে পান্টোন জিব্রাল্টার সী, স্প্রিং বাড এবং লাইটেস্ট স্কাই রঙের বিকল্পে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি একমাত্র 8 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ বিকল্পের সাথে পাওয়া যাবে।

বিশ্বের বাজারের Motorola Razr 60-ফোনটি 16 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ বিকল্পের সাথে একটি অতিরিক্ত পারফাইট রঙের সাথে পাওয়া যায়।

Motorola Razr 60 ফোনটির স্পেসিফিকেশন:

Motorola Razr 60 ফোনটি প্রথম থেকেই Android 15 দ্বারা চালিত। কোম্পানি জানিয়েছে যে, ফোনটি নিশ্চিতভাবে তিনটি প্রধান OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। হ্যান্ডসেটটির প্রধান ডিসপ্লেটি 6.96 ইঞ্চির full-HD+ (1080×2640 পিক্সেল) pOLED LTPO স্ক্রিন এবং এটিতে একটি 3.63 ইঞ্চির (1056×1066 পিক্সেল) pOLED কভার ডিসপ্লে আছে। বাইরের স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা পেয়েছে। ফোনটি MediaTek Dimensity 7400X দ্বারা চালিত। এটিতে 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটির বাইরের দিকের অংশে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। যেটির মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার আছে। ফোনটির ভিতরে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP48 রেটিং পেয়েছে। হ্যান্ডসেটটি 4,500 mAh ব্যাটারী দ্বারা চালিত, যেটি 30W তারযুক্ত দ্রুত চার্জিং এবং 15W তারবিহীন চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।

এই মুহূর্তে Motorola Razr 60 ফোনটির ভারতে কি দাম হতে চলেছে সেই বিষয়ে জানা যায়নি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হ্যান্ডসেটটির দাম $699 (প্রায় 60,000 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  2. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  3. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  4. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  5. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  6. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  7. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  8. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  9. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  10. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.