OnePlus 15R Could Launch As a Rebranded OnePlus Ace 6 (Pictured)
Photo Credit: OnePlus
OnePlus 15 গতকাল আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন। ডিভাইসটি হাই-পারফরম্যান্স এবং গেমিং-এর দিকে বেশি গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, চীনা সংস্থাটি একটাই ফ্ল্যাগশিপ ফোন এনেছে। কিন্তু বিগত কয়েক বছরের ট্রেন্ড লক্ষ্য করলে দেখা যাবে, ওয়ানপ্লাস সর্বদা পিওর ফ্ল্যাগশিপের সঙ্গে 'R ব্র্যান্ডিং-এর অধীনে একটি বাজেট-ফ্রেন্ডলি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। এর ফলে OnePlus 15R আদৌ আসবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে OnePlus 15 লঞ্চ অনুষ্ঠানের একদম শেষে বোমা ফাটিয়েছে ব্র্যান্ডটি। OnePlus 15R এর লঞ্চ অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে।
লঞ্চ ইভেন্টের একদম শেষে সঞ্চালকের মুখে বলতে শোনা গিয়েছে, "যারা OnePlus 15R নিয়ে আগ্রহী, তারা একটু অপেক্ষায় থাকুন। শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে।" অর্থাৎ, এখনই বিস্তারিত কিছু না জানালেও, তাড়াতাড়িই নতুন তথ্য প্রকাশ হবে। মনে করা হচ্ছে, এটি অক্টোবরে চীনে লঞ্চ করা OnePlus Ace 6 মডেলটির রিব্র্যান্ডেড ভার্সন হবে।
OnePlus R সিরিজের ফোনগুলো আসলে চীনে লঞ্চ হওয়া Ace সিরিজের আদলে তৈরি হয়। সহজ কথায়, একই ফোন চীনে প্রথমে Ace নামে মুক্তি পায় ও পরে গ্লোবালি নাম ও ব্র্যান্ডিং বদলে R সিরিজের অধীনে আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ, শেষ তিন বছরে Ace 2, Ace 3, এবং Ace 5 নাম বদলে যথাক্রমে OnePlus 11R, 12R, ও 13R হিসেবে ভারতে এসেছে। লুকস ও ফিচার্সের নিরিখে তফাৎ বেশি নেই।
আসন্ন OnePlus 15R চীনের OnePlus Ace 6 এর রিব্র্যান্ডেড ভার্সন হলে, এটি বিশাল 7,800mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে রিলিজ হবে। ফ্ল্যাগশিপ OnePlus 15-এর মতো 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এটিও উচ্চ পারফরম্যান্স প্রদানের জন্য ডিজাইন করা হতে পারে। ওয়ানপ্লাস এই নিয়ে শীঘ্রই তথ্য প্রকাশ করবে। তারপরেই বোঝা যাবে, ফোনটি সম্পূর্ণ নতুন নাকি Ace 6 ভিন্ন নামে আসছে।
এদিকে, OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা। তবে HDFC ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, দাম যথাক্রমে 68,999 টাকা এবং 75,499 টাকায় নেমে আসবে। স্মার্টফোনটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট এবং Amazon থেকে কেনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.