OnePlus 15R সবচেয়ে ডিউরেবল ফোনগুলির মধ্যে একটি হবে। এতে IP66, IP68, IP69, ও IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং থাকছে, যা সাধারণত খুব কম মুঠোফোনে দেখা যায়। এটি ডিভাইসের ভিতরে জল এবং ধুলোর প্রবেশ আটকাবে।
OnePlus 15 লঞ্চ ইভেন্টের একদম শেষে সঞ্চালকের মুখে বলতে শোনা গিয়েছে, "যারা OnePlus 15R নিয়ে আগ্রহী, তারা একটু অপেক্ষায় থাকুন। শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে।" অর্থাৎ, এখনই বিস্তারিত কিছু না জানালেও, তাড়াতাড়িই নতুন তথ্য প্রকাশ হবে।