OnePlus Turbo ভারতে Nord সিরিজের অধীনে লঞ্চ হতে পারে
OnePlus Turbo সিরিজ 2026 সালের শুরুতেই লঞ্চ হতে পারে। জানা গিয়েছে যে এটি ওয়ানপ্লাসের নতুন গেমিং স্মার্টফোন লাইনআপ, যা হাই-পারফরম্যান্সের উপর গুরুত্ব দিয়ে বাজারে আসছে। এই ফোনের বেশ কয়েকটি স্পেসিফিকেশন সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন OnePlus Turbo সিরিজের লাইভ ছবি প্রকাশ্যে এসেছে। যার ফলে প্রথমবার এই ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। লাইনআপে দু'টি মডেল আসবে। একটিতে Snapdragon 8s Gen 4 এবং অন্যটি Snapdragon 7 সিরিজের প্রসেসরে রান করবে। সূত্রের দাবি, ফাঁস হওয়া ছবি দ্বিতীয় মডেলটির। OnePlus Turbo ভারতে Nord লাইনআপের অধীনে রিব্র্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে।
অ্যান্ড্রয়েড হেডলাইনস ওয়ানপ্লাস টার্বো মডেলের লাইভ ছবি ফাঁস করেছে। ফোনটি খুব শীঘ্রই চীনে লঞ্চ হবে বলে জল্পনা চললেও, ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ছবিতে দেখা ভ্যারিয়েন্টটি ভারতের বাজারের জন্য তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, ফোনটির কোডনাম প্রাডো (Prado) রাখা হয়েছে। অর্থাৎ এটি চীনের পাশাপাশি ভারতেও রিলিজ হবে।
OnePlus Turbo লাইভ ছবি
Photo Credit: Android Headlines
ডিজাইনের দিক থেকে OnePlus Turbo-এর সঙ্গে OnePlus 15 ও OnePlus 15R-এর কিছুটা মিল রয়েছে। ফোনটির পিছনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে একজোড়া সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান। ফোনের ডান পাশে পাওয়ার এবং ভলিউম বাটন দেখা যাচ্ছে।
OnePlus Turbo ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPS ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। উল্লেখ্য, পূর্ববর্তী একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ফোনটি 165 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর পাওয়া যাবে। আবার আরও পাওয়ারফুল Snapdragon 8s Gen 4 প্রসেসর চালিত আরও একটি ভ্যারিয়েন্ট পরীক্ষা করছে চীনা কোম্পানি।
OnePlus Turbo-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে 9,000mAh ব্যাটারি। এটি 80W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসতে পারে। আসন্ন ডিভাইসটির অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনগুলোর মধ্যে রয়েছে 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রসঙ্গত, OnePlus 15R ডিসেম্বরে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ফোন হিসেবে লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 512 জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে 47,999 টাকা ও 52,999 টাকা। তবে Axis ব্যাঙ্ক ও HDFC ব্যাঙ্কের কার্ডে দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে দাম যথাক্রমে 44,999 টাকা এবং 47,999 টাকায় নেমে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.