OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
OnePlus Turbo সিরিজ একটি নতুন গেমিং স্মার্টফোন লাইনআপ, যা হাই-পারফরম্যান্সের উপর গুরুত্ব দিয়ে বাজারে আসছে। ফাঁস হওয়া ছবি অনুসারে ডিজাইনের দিক থেকে OnePlus Turbo-এর সঙ্গে OnePlus 15 ও OnePlus 15R-এর কিছুটা মিল রয়েছে। ফোনের পিছনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে দু'টি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান।