কিছুদিন আগেই সস্তা হয়েছিল Oppo A3s আর Oppo A5। এবার ভারতে আরও তিনটি স্মার্টফোনের দাম কমিয়েছে Oppo। এবার সস্তা হল Oppo A83 (2018), F9 আর F9 Pro। তিনটি ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত কমেছে। অনলাইন ও অফলাইনে নতুন দামে এই তিনটি Oppo ফোন কেনা যাচ্ছে। 2019 সালের 31 জানুয়ারি পর্যন্ত এই দামে কেনা যাবে Oppo A83 (2018), F9 আর F9 Pro। ডিসকাউন্টের সাথেই Bajaj Fineserv গ্রাহকরা পাবেন সহজ EMI এর সুযোগ।
500 টাকা সস্তা হয়ে 2GB RAM এর Oppo A83 (2018) ফোনের দাম হয়েছে 8,490 টাকা। অগাস্ট মাসে 19,990 টাকায় লঞ্চ হয়েছিল Oppo F9। অক্টোবরে এই ফোনের দাম এক হাজার টাকা কমে হয়েছিল 18,990 টাকা। নতুন অফারে মাত্র 16,990 টাকায় Oppo F9 পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play
Oppo F9 এর সাথেই ভারতে এসেছিল Oppo F9 Pro। লঞ্চের সময় এই ফোনের 64GB ভেরিয়েন্টের দাম ছিল 23,990 টাকা। 2,000 টাকা দাম কমে এখন 21,990 টাকায় পাওয়া যাচ্ছে Oppo F9 Pro। 128GB F9 Pro এর দাম 25,990 টাকা থেকে কমে হয়েছে 23,990 টাকা।
অনলাইনে ইতিমধ্যেই Amazon.in ও Flipkart এ নতুন দামে এই ফোনগুলি বিক্রি শুরু হয়েছে। সম্প্রতি A3s আর A5 ফোনের দাম কমিয়েছিল Oppo। অনলাইন ও অফলাইনে নতুন দামে ইতিমধ্যেই এই দুটি স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন: 2019 সালে ভারতে মোট কত মোবাইল ফোন বিক্রি হবে জানেন?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন