Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 অক্টোবর 2025 12:31 IST
হাইলাইট
  • Oppo Find X9 সিরিজ Dimensity 9500 প্রসেসরে চলে
  • Find X9 ও Find X9 Pro উভয়ে Hasselblad-এর ক্যামেরা সিস্টেম রয়েছে
  • দুই ফোনেই IP66 + IP68 + IP69 ট্রিপল জল প্রতিরোধী রেটিং আছে।

Oppo Find X9 সিরিজে Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে

Photo Credit: Oppo

Oppo Find X9 সিরিজ গতকাল ধুমধাম করে চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে দু'টি ফ্ল্যাগশিপ ফোন এসেছে — Oppo Find X9 ও Oppo Find X9 Pro। দুই ফোন MediaTek-এর নতুন Dimensity 9500 প্রসেসর এবং Android 16-ভিত্তিক কোম্পানির নিজস্ব ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে। পারফরম্যান্স ছাড়াও, Oppo Find X9 সিরিজের অন্যতম আকর্ষণ হল ক্যামেরা। উভয় হ্যান্ডসেটে Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ওপ্পোর নতুন প্রিমিয়াম ফোনগুলি 7,000mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি পেয়েছে। সঙ্গে জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য IP66 + IP68 + IP69 ট্রিপল রেটিং আছে।

Oppo Find X9, Find X9 Pro ডিসপ্লে স্পেসিফিকেশন

Oppo Find X9 মডেলটি 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। অন্য দিকে, Oppo Find X9 Pro ভেরিয়েন্টে 6.78 ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন আছে, যা ডলবি ভিশন, সর্বোচ্চ 3,600 নিট ব্রাইটনেস, 1-120 হার্টজ অ্যাডাপ্টাভ রিফ্রেশ রেট সমর্থন করে।

Oppo Find X9, Find X9 Pro ক্যামেরা স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স9 সিরিজের বহু আলোচিত বিষয় হল ফটোগ্রাফি ডিপার্টমেন্ট। বেস ফাইন্ড এক্স9-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), F/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফাইন্ড এক্স9 প্রো মডেলে একই মেইন ও আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, তবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 200 মেগাপিক্সেলের (120x ডিজিটাল জুম)। বেস ও প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

ওপ্পো প্রো মডেলটির জন্য হ্যাসেলব্লাড প্রফেশনাল ইমেজিং কিট ও হ্যাসেলব্লাড প্রফেশনাল টেলিকনভার্টার কিট বাজারে এনেছে। এই কিটে প্রফেশনাল ম্যাগনেটিক প্রোটেকটিভ কেস, প্রফেশনাল ম্যাগনেটিক ফটোগ্রাফি হ্যান্ডেল, হ্যাসেলব্লাড প্রফেশনাল টেলিকনভার্টার সহ নানা সামগ্রী রয়েছে। এগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা মোবাইলে প্রফেশনাল ফটোগ্রাফির স্বাদ পান।

Oppo Find X9 ও Find X9 Pro প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, অন্যান্য ফিচার্স

উভয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। Find X9 Pro-তে 7,500mAh ব্যাটারি আছে। যেখানে বেস মডেলের ব্যাটারি ক্যাপাসিটি 7,025mAh৷ দু'টি ফোনই 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Oppo Find X9 সিরিজের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে আলট্রা-লিনিয়ার ডুয়াল স্পিকার, চারটি মাইক্রোফোন, ওয়্যারলেস রিভার্স চার্জিং, ট্রিপল Wi-Fi অ্যান্টেনা সিস্টেম,  X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, Dolby Atmos, এবং সর্বোচ্চ মানের জল ও ধুলো প্রতিরোধী ব্যবস্থা।

Oppo Find X9 এবং Find X9 Pro দাম

চীনে Oppo Find X9-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান (প্রায় 54,300 টাকা)। এছাড়াও, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,699 ইউয়ান (প্রায় 58,000 টাকা), 4,999 ইউয়ান (প্রায় 61,700 টাকা), 5,299 ইউয়ান (প্রায় 65,400 টাকা), ও 5,799 ইউয়ান (প্রায় 71,600 টাকা)।

অন্য দিকে, Oppo Find X9 Pro-এর দাম 5,299 ইউয়ান (প্রায় 65,400 টাকা) থেকে শুরু হয়ে সর্বোচ্চ 6,699 ইউয়ান (প্রায় 82,700) টাকা পর্যন্ত গিয়েছে। হ্যাসেলব্লাড প্রফেশনাল ইমেজিং কিট ও হ্যাসেলব্লাড প্রফেশনাল টেলিকনভার্টার কিটের দাম যথাক্রমে 1,699 ইউয়ান (প্রায় 21,000 টাকা) ও 1,099 ইউয়ান (প্রায় 13,500 টাকা) রাখা হয়েছে। ফোনগুলি নভেম্বরে ভারতে আসবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 17,000 টাকা সস্তা হল iPhone 16, এই কাজ করলে আরও 5,500 টাকা ছাড়
  2. Nothing Phone 3a Lite: নাথিং তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন ভারতে আনছে, ডিজাইন ও ফিচার্স মন জিতবে
  3. Oppo Reno 15-এর সমস্ত ফিচার ফাঁস, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  4. Galaxy S26 সিরিজে iPhone-এর ছোঁয়া! Apple-এর মতো স্টাইল আনছে Samsung
  5. লঞ্চের আগেই ফাঁস Lava Agni 4 এর সমস্ত ফিচার, 50MP সেলফি ক্যামেরা সহ আসছে
  6. Apple আনছে নতুন ফিচার, আইফোনে নেটওয়ার্ক ছাড়াই শেয়ার করা যাবে ছবি
  7. Vivo Y500 Pro সস্তায় 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে লঞ্চ হল
  8. Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
  9. 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন
  10. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.