Oppo-র প্রথম 200MP ক্যামেরার ফোন শীঘ্রই ভারতে আসছে, লঞ্চ ডেট ও দাম ফাঁস হল
Oppo Find X9 Pro-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে। এটি 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung JN5 আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।