স্মার্টফোনে আকর্ষনীয় সেল নিয়ে হাজির Flipkart। এই সেলে সস্তা হয়েছে Xaiomi, Realme, Asus, Poco সহ একাধিক জনপ্রিয় কোম্পানির স্মার্টফোন। 19 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই সেল চলবে।
Flipkart থেকে মাত্র 11,990 টাকায় Realme 2 Pro কেনা যাবে। এই দামে 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Realme 2 Pro কিনতে 14,990 টাকা খরচ হবে।
এই সেলে মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 6 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্ট। এই ফোনের 6GB RAM ভেরিয়েন্টও সস্তা হয়েছে।
6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর পাওয়া যাবে 17,999 টাকায়। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম কমে হবে 20,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 পাওয়া যাবে 24,999 টাকায়।
ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 14,999 টাকা।
এয়াছাড়াও এই সেলে সস্তা হয়েছে Realme C1, Asus Zenfone Max Pro M1, Vivo V9 Pro, Motorola One Power, Redmi Y2, Realme 2 সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন