Photo Credit: TENAA
Xiaomi has announced its Redmi brand will now be independent
সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেড়িয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। আগামী 10 জানুয়ারি লঞ্চ হবে পরবর্তী Redmi ফোন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছিলেন Xiaomi প্রধান। এই ফোনে থাকছে 48MP ক্যামেরা। এবার TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে তিনটি আলাদা মডেল নম্বরের অধীনে এই ফোন দেখা গিয়েছে। M1901F7C, M1901F7T আর M1901F7E মডেল নম্বরের ফোনগুলিতে থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ।
আরও পড়ুন: ভিডিও: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?
6.3 ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথেই নতুন Redmi ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর গ্রেডিয়েন্ট ডুয়াল কালার ফিনিশ দেখা গিয়েছে।
আরও পড়ুন: Xiaomi মাস্ক পরে বায়ু দূষণকে করুন ঢিসুম! ঢিসুম!
ফোনের পিছনে ‘Redmi by Xiaomi' কথাটি দেখা গিয়েছে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi থেকে বেরিয়ে আলাদা Redm,I ব্র্যান্ডের ঘোষণা করেছিলেন। তিনি আরও জানিয়েছিলেন এই ফোনে থাকবে 48MP ক্যামেরা। সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে নতুন ফোনে থাকবে 4,000 mAh ব্যাটারি। 10 জানুয়ারি লঞ্চ হবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন