Redmi Turbo 5 চীনের গুরুত্বপূর্ণ 3C সার্টিফিকেশন পেয়েছে৷ যার অর্থ এটি বাজারে আসতে বেশি দেরি নেই৷
Photo Credit: Redmi
Redmi Turbo 5 is Expected to be The Successor to the Turbo 4 (Pictured)
Xiaomi বর্তমানে চীনে Redmi Turbo 5 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ সংস্থা এখনও কিছু না বললেও, এই স্মার্টফোনে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে৷ এটি শাওমির ইতিহাসে তো প্রথম বটেই একইসাথে মেইনস্ট্রিম বা মূলধারার ফোনে সবথেকে শক্তিশালী ব্যাটারির পরিচিতি পাবে৷ Redmi Turbo 5 এবার চীনের গুরুত্বপূর্ণ 3C সার্টিফিকেশন পেয়েছে৷ যার অর্থ হল ফোনটি বাজারে আসতে খুব বেশি দেরি নেই৷ আরও জানা গেছে, ডিভাইসটি MediaTek Dimensity 8500 প্রসেসর চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে আসবে৷ প্রসঙ্গত, Redmi K90 ও K90 Pro Max গত মাসে চীনে লঞ্চ হয়েছে৷
2511FRT34C মডেল নম্বর সহ একটি নতুন Redmi ফোন চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। ডিভাইসটি গত মাসে সে দেশের রেডিও সার্টিফিকেশন ডাটাবেসে দেখা গিয়েছিল। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, স্মার্টফোনটি লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে৷ 3C লিস্টিং থেকে আরও জানা গেছে, ফোনটিতে MDY-18-EW চার্জার থাকতে পারে যা 100W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রেডমি টার্বো প্রো যে চিপসেটের সঙ্গে আসবে তার নাম ডাইমেনসিটি 8500 হবে বলে অনুমান করা হচ্ছে৷ আসন্ন ফোনটিতে ওলেড এলটিপিএস ডিসপ্লে ব্যবহার করা হবে. যা 1.5K রেজোলিউশন সমর্থন করবে৷ নিঃসন্দেহে এই ফোনের সবথেকে বড় লাইলাইট হবে 9,000 এমএএইচ ব্যাটারি৷ কোম্পানি ফোনটির সঙ্গে 100 ওয়াট চার্জার দিতে পারে৷
এছাড়াও, Redmi Turbo 5 সম্পর্কে আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে৷ ডিভাইসটির প্রত্যাশিত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে Android 16 অপারেটিং সিস্টেম নির্ভর শাওমির নিজস্ব HyperOS 3 কাস্টম স্কিন, IP68 এবং IP69-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, মেটাল মিড-ফ্রেম, ও আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷
উল্লেখ্য, ফ্ল্যাগশিপ Redmi K90 এবং Redmi K90 Pro Max চীনে অক্টোবর 23 লঞ্চ হয়েছে৷ দ্বিতীয় মডেলটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং Bose-এর টিউন করা 2.1 চ্যানেল স্পিকার পেয়েছে৷ স্মার্টফোনটির নীল রঙের ভেরিয়েন্টের ব্যাক প্যানেলে ডেনিম জিন্সের মতো টেক্সচার রয়েছে৷ এর OLED ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও 2K রেজোলিউশন সাপোর্ট করে৷ ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
অন্য দিকে, রেডমির স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ Redmi K90 মডেলে 7,10mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite চিপসেট আছে। এই ফোনেও Bose-এর ডিজাইন করা স্পিকার রয়েছে, যা উচ্চমানের শব্দ উৎপন্ন করবে। এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আছে। এখানেও ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Will Try to Absorb Increased Cost of Components Ahead of Upcoming Product Launches, Executive Says
Motorola Edge 70 Launched With Snapdragon 7 Gen 4 Chipset, Slim 5.99mm Profile: Price, Specifications