সম্প্রতি বিক্রি শুরু হয়েছে Samsung এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Fold। এবার তুলনামূলক কম দামে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। W সিরিজে লঞ্চ হবে নতুন স্মার্টফোন। চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে শুক্রবার নতুন Samsung W20 লঞ্চের টিজার প্রকাশিত হয়েছে।
Galaxy Fold ফোনের পাশাপাশি ভাঁজ হলেও W20 ফোনের ডিসপ্লে উপর-নীচে ভাঁজ হবে। নভেম্বর মাসেই লঞ্চ হবে নতুন Samsung W20। নতুন এই ফোনে থাকছে 5G সাপোর্ট। টিজারে এই ফোনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। নভেম্বর মাসেই লঞ্চ হবে Motorola -র ফোল্ডেবল ফোন Motorola Razr। সেই ফোনেও একই ধরনের ডিজাইন দেখা যাবে।
সম্প্রতি ডেভেলপার সম্মেলনে নতুন ধরনের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছিল। সেখানে এক ভিডিওতে কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লে উপর-নীচে ভাঁজ হতে দেখা গিয়েছে। ভাঁজ করলে ছোট্ট এই ফোন সহজেই পকেটে ঢুকে যাবে।
13 নভেম্বর লঞ্চ হতে পারে Motorola Razr। ঐ দিন লস অ্যাঞ্জেলসে এক ইভেন্টে নতুন ফোন লঞ্চ করবে Motorola। সেই সময়েই একই ডিজাইনের Samsung W20 ফোনের টিজার সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। নভেম্বর মাসে Galaxy Fold এর থেকে অনেকটা কম দামে চিনে লঞ্চ হবে নতুন Samsung W20।
আরও পড়ুন:
কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung
স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr
32MP সেলফি ক্যামেরা নিয়ে আসছে Mi CC9 Pro, রিয়ার ক্যামেরায় থাকছে 50x জুম
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন