Vivo X23 Symphony Edition এর ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থ্রি ডি গ্লাস বডি কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট্যান্ট Jovi AI আর ফেস আনলক।
Vivo X23 Symphony Edition এ থাকছে 24.8 MP সেলফি ক্যামেরা
সেপ্টেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Vivo X23। এবার বাজারে এল Vivo X23 Symphony Edition। চিনে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। Vivo X23 ফোনের থেকে কিছু ফিচার বাদ দিয়ে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। Vivo X23 Symphony Edition এর ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থ্রি ডি গ্লাস বডি কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট্যান্ট Jovi AI আর ফেস আনলক। 6.41 ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট 6GB RAM আর 3400 mAh ব্যাটারি। Vivo X23 Symphony Edition এ থাকছে 24.8 MP সেলফি ক্যামেরা। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তা জানায়নি Vivo।
আরও পড়ুন: Oppo A7 এ থাকছে ওয়াটারনচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি
চিনে Vivo X23 Symphony Edition এর দাম 2798 ইউয়ান (প্রায় 38,900 টাকা)। 23 নভেম্বর চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Vivo X23 Symphony Edition এ চলবে Android 8.1 Oreo। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম Funtouch OS 4.5। Vivo X23 Symphony Edition এ রয়েছে 6.41 ইঞ্চি Full HD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছতি তোলার জন্য Vivo X23 Symphony Edition এর পিছনে থাকবে 12MP+13MP রিয়ার ক্যামেরা। ফোনের সামনে সেলফি তোলার জন্য একটি 24.8MP ক্যামেরা থাকবে।
কানেক্টিভিটির জন্য Vivo X23 Symphony Edition এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.0 (সাথে aptX), GPS, GLONASS আর OTG। ফোনের ভিতরে থাকবে একটি 3400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Could Feature Revamped Lock Screen Customisation, 3D Wallpaper Effects, One UI 8.5 Leak Shows
HMD XploraOne Teased to Launch Soon as Kid-Friendly Phone; Specifications Tipped