সম্প্রতি Diwali With Mi Sale এর ঘোষনা করেছে Xiaomi। পুজোর আগে ধামাকা সেলের ঘোষনা করলেও এই সেলে কোন প্রোডাক্টে কত ডিস্কাউন্ট পাওয়া যাবে জানায়নি চিনের কোম্পানিটি। সম্প্রতি এই সেলে কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে জানিয়েছে Xiaomi। 28 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সেলে সস্তা হবে Redmi K20, Redmi K20 Pro, Redmi Note 7 Pro, Poco F1, Redmi 7, Redmi 7A, Redmi Y3 আর Redmi Go। স্মার্টফোনের সাথেই এই সেলে Mi TV সিরিজের একাধিক স্মার্টটিভি সস্তা হবে। এর সাথেই বিক্রি শুরু হবে নতুন Mi TV মডেল, Mi Smart Water Purifier, আর Mi Band 4। HDFC ব্যাঙ্ক গ্রাহকরা এই সেলে কেনাকাটায় অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
পকেটসই দামে ধামাকাদার ফিচার্স নিয়ে এল Redmi 8A: পুজোর আগেই শুরু বিক্রি
2,000 টাকা সস্তা হয়ে 19,999 টাকায় পাওয়া যাবে Redmi K20 ফোনের বেস ভেরিয়েন্ট। Redmi K20 Pro ফোনের দাম 3,000 টাকা কমছে। 24,999 টাকায় এই স্মার্টফোন পাওয়া যাবে।
Poco F1 এর 64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে যথাক্রমে 14,999 টাকা, 15,999 টাকা আর 18,999 টাকা খরচ হবে। Amazon Pay ব্যবহার করে পেমেন্ট করলে 128GB মডেলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় মিলবে।
12টি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করল Dell, দাম ও ফিচারগুলি দেখে নিন
11,999 টাকা থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ থাকছে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 13,999 টাকা। 6 GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম কমে হচ্ছে 14,999 টাকা।
108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha
1,000 টাকা সস্তা হয়ে 8,999 টাকা থেকে Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 3GB RAM + 32GB স্টোরেজ থাকছে। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7S এর দাম 2,000 টাকা কমে 11,999 তাকায় পাওয়া যাবে।
বাজেট সেগমেন্টে Redmi Go ফোনের দাম কমে 4,299 টাকা হচ্ছে। 4,999 টাকায় পাওয়া যাবে Redmi 7A 2GB RAM + 16GB স্টোরেজ ভেরিয়েন্ট। Redmi 7A ফোনের 2GB RAM + 32GB স্টোরেজ কিনতে 5,799 টাকা খরচ হবে। 6,999 টাকায় পাওয়া যাবে Redmi 7।
Amazon Great Indian Festival Sale: সস্তা হচ্ছে এই জনপ্রিয় স্মার্টফোনগুলি
স্মার্টফোন ছাড়াও পরনো Mi TV মডেলে ছাড় দিচ্ছে Xiaomi। সস্তা হবে Mi LED TV 4A Pro 32-ইঞ্চি, Mi LED TV 4C Pro 32-ইঞ্চি, MI LED TV 4A Pro 43-ইঞ্চি আর Mi LED TV 4X Pro 55-ইঞ্চি মডেলগুলি। কোম্পানির ইয়ারফোনে 50 শতাংশ ছাড় পাওয়া যাবে। মাত্র 49 টাকা থেকে পাওয়া যাবে মোবাইল অ্যাকসেসারি। এর সাথেই 10,000mAh Mi Power Bank 2i আর Mi Band 3 এর দাম কমবে।
লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A70s ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন
বিভিন্ন প্রোডাক্টের দাম কমানোর সাথেই সার্ভিসের দাম কমাবে Xiaomi। 399 টাকায় পাওয়া যাবে Mi Protect। 299 টাকায় পাওয়া যাবে Mi Screen Protect। 399 টাকায় Mi TV মডেলগুলিতে এক্সটেনটেড ওয়্যারিন্টি পাওয়া যাবে। সেল চলার সময় রোজ বিকাল 4 টের সময় ফ্ল্যাশ সেল হবে। সেখানে 1 টাকায় Redmi K20, mi Smart Band 4 সহ বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন