Amazon ও Flipkart সেল: প্রথম আড়াই দিনে কত প্রোডাক্ট বিক্রি করল Xiaomi?

Amazon ও Flipkart সেল: প্রথম আড়াই দিনে কত প্রোডাক্ট বিক্রি করল Xiaomi?

Amazon ও Flipkart সেলে 20 লক্ষের বেশি Xiaomi স্মার্টফোন বিক্রি হয়েছে

হাইলাইট
  • এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে Xiaomi
  • 20 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi
  • বিক্রি হয়েছে 1 লক্ষ স্মার্ট টিভি
বিজ্ঞাপন

বুধবার থেকে AmaoznFlipkart এ শুরু হয়েছে ধামাকা সেল। এই সেলে সব গ্যাজেট সহ সব ধরনের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Flipkart ও Amazon এর এই উৎসবের সেলে যে সব কোম্পানি সবথেকে বেশি প্রোডাক্ট বিক্রি করছে তার মধ্যে অন্যতম Xiaomi। চিনের কোম্পানিটি জানিয়েছে গত আড়াই দিনে প্রাই 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়েছে। এর মধ্যেইরয়েছে কোম্পানিরব স্মার্ট টিভি, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, রাউটার ও স্মার্টফোন।

 Xiaomi জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টায় এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এত কম সময়ে এর আগে কখনো এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি করেনি Xiaomi। গত বছর প্রথম দুই দিনে 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi। এর সাথেই মোট 1 লক্ষ স্মার্ট টিভি ও 4 লক্ষ অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয়েছে।

এই সেলের আগে কোম্পানির প্রোডাক্টের বিপুল পরিমানে বিজ্ঞাপন করা হয়েছিল। সেই বিজ্ঞাপন কাজে লেগেছে বলেই মনে করছেন কোম্পানির প্রতিনিধি। এই সময়ে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 6A স্মার্টফোন। এছাড়াও Amazon ওয়েবসাইটে সবথেকে বেশি বিক্রি হওয়া 10 টি স্মার্টফোনের সমকটি  Xiaomi স্মার্টফোন।

প্রসঙ্গত এই সেলে  Xiaomiর একাধিক স্মার্টফোনে বিপুল ছাড় পাচ্ছেন গ্রাহকরা। এর মধ্যেই অন্যতম Mi Mix 2, Redmi Note 5 Pro, Poco F1, Redmi 6 Pro, Redmi Y2, Mi A2 এর মতো জনপ্রিয় ফোনগুলি। এছাড়াও Mi LED Smart TV 4A, Mi LED TV 4C Pro, Mi TV 4A Pro, 10000mAh Mi Power Bank 2i, 20000mAh Mi Power Bank 2i আর Mi Band - HRX Edition এর মতো প্রডাক্টগুলিতেও মিলছে দেদার ছাড়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO কোম্পানীর পরবর্তী স্মার্টফোন হিসেবে আসতে পারে iQOO Neo 10R 5G, এক নতুন হ্যান্ডসেট
  2. নতুন নক্ষত্র তৈরি হওয়ার পথে এক অসাধারণ দৃশ্য দেখা গিয়েছে নক্ষত্রমণ্ডলে
  3. আগামী 22সে জানুয়ারি স্যামসাং অনুষ্ঠিত করতে চলেছে গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্ট
  4. ইনস্টাগ্রাম নিয়ে এলো তাদের তৈরি নতুন ভিডিও এডিটিং অ্যাপ “Edits”
  5. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে থাকছে ছাড়
  6. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: 1 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে
  7. অসাধারণ সমস্ত ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, থাকছে দারুন অফার
  8. স্মার্টটিভির উপর আকর্ষণীয় ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  9. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  10. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »