iPhone গ্রাহকদের কাছে পরীক্ষামুলকভাবে এই ফিচার পৌঁছেছে
এবার WhatsApp এ যোগ হতে চলেছে বুমেরাং। এই ফিচারে গ্রাহক লুপে মজাদার ভিডিও বানাতে পারবেন। আপাতত iPhone গ্রাহকদের কাছে পরীক্ষামুলকভাবে এই ফিচার পৌঁছেছে। জানা গিয়েছে iOS এর সাথেই Android ফোনেও বুমেরাং নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে WhatsApp এ আসতে চলেছে বুমেরাং। WhatsApp এ ভিডিও পাঠানোর আগে ডান দিকে উপরে যেখানে GIF কনভার্ট করার অপশান আসে তার পাশেই বুমেরাং ফিচার যোগ হবে।
![]()
ছবি: WABetaInfo
বুমেরাং এ পোস্ট করতে ভিডিওর দৈর্ঘ্য সাত সেকেন্ড বা তার কম হতে হবে। সূত্র মারফৎ জানা গিয়েছে বুমেরাং এ তৈরী এই লুপ ভিডিও WhatsApp কনট্যান্ট অথবা স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন গ্রাহকরা।
আপাতত iPhone গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। পরে Android গ্রাহকদের কাছে বুমেরাং পাঠিয়ে দেবে WhatsApp।
2015 সালের অস্টোবর মাসে Instagram এ বুমেরাং ফিচার এসেছিল। পরে 2016 সালে স্টোরিজে এই ভিডিও পোস্ট শুরু হয়।
সম্প্রতি সুরক্ষার জন্য নতুন একটি ফিচার লঞ্চ করেছিল WhatsApp। যে মেসেজ বারবার ফরওয়ার্ড করা হয়েছে তার উপরে বিশেষ সংকেত দেখাতে শুরু করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এর ফলে ভুয়ো খবর প্রচার রোখা সম্ভর হবে বলে মনে করছেন টেক গুরুরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Moto G57 Power India Launch Date Announced; Will Debut With 7,000mAh Battery
Elon Musk’s xAI Releases Grok 4.1 AI Model, Rolled Out to All Users