কোথা থেকে মেসেজ আসছে তা জানানো সম্ভব নয়। ভারত সরকারের অনুরোধ অগ্রাজ্য করে এই কথা জানানো WhatsApp। মেসেজ কোথা থেকে আসছে তা জানা গেলে WhatsApp এর এন্ড-টু-এন্ড এনক্রিপশান ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়েছে। গ্রাহকের সুরক্ষায় আপোষ করে এই পদক্ষেপ নিতে নারাজ জনপ্রিয় এই মেজেজিং প্ল্যাটফর্ম।
কোথা থেকে মেসেজ আসছে তা জানা থেকে বিরত করে সাধারন মানুষকে ‘সংবেদনশীল মেসেজ’ সপর্কে আরও সজাগ করার পক্ষে সওয়াল করেছে Facebook এর এই মেসেজিং অ্যাপ।
পিটিয়াইকে WhatsApp এর এক প্রতিনিধি বলেন, “WhatsApp এর অন্যতম প্রধান ফিচার এন্ড-টু-এন্ড এনক্রিপশান। কোথা থেকে মেসেজ আসছে তা জানা গেলে এই এনক্রিপশান ক্ষিতিগ্রস্ত হবে। WhatsApp কোনভাবেই তার সুরক্ষা ব্যবস্থার সঙ্গে আপোষ করবে না।”
সম্প্রতি WhatsApp এর মাধ্যমে ভুল খবর ছড়িয়ে ভারতে একাধিক মানুষের মান হানী হয়েছে। এর পরেই ভারত সরকারের পক্ষ থেকে WhatsApp কে ভুল খবর ছড়ানো বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
ইতিমধ্যেই ভারতে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে মার্কিন কোম্পানিটি। সম্প্রতি WhatsApp এর প্রধান ক্রিশ ড্যানিয়েল ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সাথে দেখা করেন। এই মিটিং এ ভারতে WhatsApp এর মাধ্যমে ভুল খবর ছড়ানো বন্ধ প্রসঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন ভারতে ডিজিটাল বিপ্লবে WhatsApp একটি বড় ভুমিকা নিয়েছে। তবে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নিলে WhatsApp এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন