Photo Credit: WABetaInfo
সম্পূর্ণ নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp। নতুন ফিচারে WhatsApp -এ কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই মুছে যাবে। সম্প্রতি অ্যানড্রয়েড বিটা ভার্সানে নরুন এই ফিচার যোগ করেছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। WhatsApp বিটা ভার্সান 2.19.275 এ নতুন ফিচার দেখা গিয়েছে।
WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আপাতত বিটা ভার্সানে লঞ্চ হলে স্টেবেল ভার্সানে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে।
সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, চলতি মাসেই লঞ্চ হবে Xiaomi Mi CC9 Pro
নতুন ফিচারে আপনি WhatsApp -এ কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট হয়ে যাবে। কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। নির্দিষ্ট সময় পরে চ্যাট থেকে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে।
99 টাকায় পাওয়া যাবে Redmi স্মার্টফোন! ফস্কে যাওয়ার আগে দেখে নিন কোথায়?
ইতিমধ্যেই জনপ্রিয় মেসেজিং সার্ভিস Telegram এ এই ফিচার রয়েছে। গ্রাহক টানতে সেই ফিচার যোগ করছে WhatsApp।
সম্প্রতি WhatsApp স্ট্যাটাস থেকে Facebook স্টোরি শেয়ার করার ফিচার যোগ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন