অবশেষে Facebook Stories এ WhatsApp Status শেয়ার করার ফিচার যোগ হল। iOS গ্রাহকরা স্টেবেল ভার্সানে এই ফিচার ব্যবহার করতে পারলেও Android গ্রাহকদের এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp বিটা ভার্সান ব্যবহার করতে পারবেন।
WhatsApp Status থেকে Facebook Stories পোস্ট করা যাবে
নতুন ফিচার নিয়ে হাজির হল WhatsApp। এই ফিচারে Facebook Stories এ WhatsApp Status শেয়ার করার যাবে। এক পোস্টেই এই দুই কাজ করা যাবে। iOS গ্রাহকরা স্টেবেল ভার্সানে ব্যবহার করতে পারলেও Android গ্রাহকদের এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp বিটা ভার্সান ব্যবহার করতে পারবেন। WhatsApp ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী শিঘ্রই সব ফোনে স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছে যাবে।
ফেসবুক স্টোরিজে সহজেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ট্যাবে ‘Share to Facebook Story' বাটন যোগ হয়েছে।
![]()
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করলে নতুন অপশান দেখা যাবে
ইতিমধ্যেই অনেক গ্রাহক নতুন এই ফিচারের খবর জানিয়েছেন। হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সান 2.19.258 আর হোয়াটসঅ্যাপ আইফোন ভার্সান 2.19.92 থেকে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে।
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করার সময় ‘Share to Facebook Story' বাটন দেখা যাবে। এক ক্লিকে সেই স্ট্যাটাস ফেসবুক স্টোরিজে পোরট হয়ে যাবে।
মে মাসে প্রথম ফেসবুক স্টোরিজে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করার খবর সামনে এসেছিল। জুন মাসে প্রথম বিটা ভার্সানে এই অবশেষে সামনে এল সেই ফিচার। অবশেষে Gadgets 360 আফিসে Android ও iOS ডিভাইসে এই ফিচার ব্যবহার করা সম্ভব হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India