Fire ট্যাবলেটের সিরিজে নতুন Fire HD 10 Kids Edition লঞ্চ করল Amazon। ছোটদের জন্য এটি কোম্পানির বৃহত্তম ট্যাবলেট। আগে 8 ইঞ্চি ও 7 ইঞ্চি মাপে শিশুদের জন্য ট্যাবলেট তৈরী করেছিল Amazon। আর এবার শুশুদের জন্য বড় 10 ইঞ্চি ট্যাবলেট লঞ্চ করল Amazon। Fire HD 10 Kids Edition এর প্রধান আকর্ষন ইহতত ফ্ ডিসপ্লে, কোয়াড-কোর প্রসেসার ও 32 উ ইনবিল্ট স্টোরেজ। কোম্পানি জানিয়েছে microSD কার্ডের মাধ্যমে Fire HD 10 Kids Edition এর মামোরি 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Fire HD 10 Kids Edition এ 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
আকারে বড় হলেও Fire HD 10 Kids Edition ট্যাবলেটে 2017 সালে লঞ্চ হওয়া Fire HD 10 ট্যাবলেটে ব্যবহার হওয়া হার্ডওয়্যার ব্যাবহার করা হয়েছে। এই ট্যাবলেটে থাকছে একটি 10 ইঞ্চি Full HD ডিসপ্লে, 32GB স্টোরেজ। আগের ভার্সানেইর মতোই Fire HD 10 Kids Edition-এ রাবার বাম্পার কেস থাকবে। এর সাথেই এক বছরের ফেসটাইম সাবস্প্রিপশান ও অ্যাপস ও গেমস, বুক ও ভিডিও অ্যাকসেস পাওয়া যাবে। এর পরে অয়ামাজন প্রাইম ব্যবহারকারীরা $2.99 দিয়ে এই পরিষেবা ব্যবহার চালিয়ে যেতে পারেন।
কোম্পানি জানিয়েছে এই ডিভাইসে দুই বছরের ওয়্যারিন্টি দেওয়া হবে। এই ডিভাইসে কিছু খারাপ হলে তা সারানোর আগে গ্রাহককে কোন প্রশ্ন করবে না Amazon। এখনই কেনা যাবে নতুন Fire HD 10 Kids Edition। তবে আগামী 11 জুলাই থেকে এই ডিভাইসের শিপিং শুরু করবে Amazon। Amazon Fire HD 10 Kids Edition এর দাম $199.99 (প্রায় 13,700 টাকা)। নীল, গোলাপী ও হলুদ রঙে Fire HD 10 Kids Edition ট্যাবলেট কিনতে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন