একেবারে নতুন একটি ট্যাব নিয়ে আসছে samsung কোম্পানী।
Photo Credit: Samsung
Samsung কোম্পানী এবার আনতে চলেছে দুটি নতুন ট্যাব।সামনের অক্টোবর মাসে ট্যাব দুটি লঞ্চ করতে পারে Samsung কোম্পানী।সূত্রের খবর অনুযায়ী গ্যালাক্সি সিরিজের ট্যাব গুলি নতুন ফিচারের সমন্বয়ে আসতে পারে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, samsung কোম্পানী 2024 এর অক্টোবর মাসে দুটি মডেলের সমন্বয়ে Galaxy সিরিজের Tab গুলি ভারতে পাওয়া যাবে।কোম্পানী এটি তাদের সামার ইভেন্টে আনপ্যাক করতে পারে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই ফ্যাক্টরিতে নতুন ট্যাব তৈরীর জন্য পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তার মানে এবার অপেক্ষার অবসান হতে চলেছে,শীঘ্রই ভারতে আসতে চলেছে Samsung galaxy Tab S10।
রিপোর্ট অনুযায়ী এর আগে DSCC এর CEO Ross Young টুইট করেছিলেন যে , দুটি মডেলের Galaxy সিরিজের ট্যাব এর উৎপাদন শুরু করা হবে। ট্যাব গুলি দুটি রঙে আসতে পারে গ্রে এবং সিলভার।
Samsung কোম্পানীর galaxy সিরিজের ট্যাব গুলি দুটি মডেলে বিকল্পে আসতে পারে
1. Samsung galaxy Tab S10 plus.
2. Samsung Galaxy Tab S10 ultra.
অনুমান করা হচ্ছে Samsung কোম্পানীর Galaxy সিরিজের ট্যাব দুটি অ্যান্ড্রয়েড 14 এর মিডিয়াটেক ডাইমেন্সিটি 9300+ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। Samsung galaxy Tab S10 plus- এ একটি 12 ইঞ্চি হাই কোয়ালিটি Amoled ডিসপ্লে স্ক্রিন থাকবে বলে জানা গেছে। এটিতে 12জিবি RAM সংযুক্ত করা হবে বলে জানা গেছে। এটির মডেল নম্বর -SM-X828U হতে পারে।
Samsung Galaxy Tab S10 ultra: রিপোর্ট অনুযায়ী উপরের কিছু বৈশিষ্ট্য এই ট্যাবটির মধ্যে অপরিবর্তিত থাকবে। কিন্তু নতুন কিছু ফিচার,সিষ্টেম অ্যাড করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানী। যেমন এটিতে একটি উন্নত মানের 14.6 ইঞ্চি Amoled ডিসপ্লে থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং একটি AKG দ্বারা যুক্ত কোয়াড স্পীকার ও থাকতে পারে।
Galaxy সিরিজের নতুন ট্যাব দুটি আকর্ষণীয় করে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে।এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে, ট্যাব দুটির সাথে একটি পেনও সংযুক্ত করা হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks