ভারতে অনলাইন বিক্রি শুরু করছে Apple, সামনের মাস থেকেই শুরু বিপণন

ভারতে অনলাইন বিক্রি শুরু করছে Apple, সামনের মাস থেকেই শুরু বিপণন
বিজ্ঞাপন

এবার অনলাইনে মি‌লবে অ্যাপলের (Apple Inc) ডিভাইস। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি একথা জানিয়েছেন। বুধবার ভারতের তরফে নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে অ্যাপলের (Apple) মতো সংস্থাকে ৩০ শতাংশ নির্মাণ দেশেই করতে হবে। বাকিটা আমদানি করতে পারবে তারা। এই নিয়মের ফলে ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলিকে সমস্যায় পড়তে হয়েছে। কেননা বেশির ভাগ সংস্থাই চিন থেকে ডিভাইস ও যন্ত্রাংশ আমদানি করে। সরকার তথাকথিত সিঙ্গল ব্র্যান্ড রিটেইলারদের অফলাইন বিক্রির পাশাপাশি অনলাইন স্টোর খোলারও অনুমতি দিচ্ছে। বাণিজ্য নিয়ে চিন ও আমেরিকার মধ্যে তৈরি হওয়া মতবিরোধের পরিপ্রেক্ষিতে ভারতের নতুন বিনিয়োগ নিয়ম অ্যাপলকে নতুন করে সুযোগ করে দিচ্ছে।

অ্যাপল এই সুযোগের মাধ্যমে ভারতে বাণিজ্য আরও মজবুত করতে পারবে। ফলে চিনের উপরে অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভারতে ব্যবসা করার দিকে মন‌ দিতে পারবে তারা।

আগামী মাস থেকেই আইফোন, আইপ্যাড ও অ্যাপল ম্যাক অনলাইনে বিক্রি শুরু হবে ভারতে। অনলাইনে বিক্রি শুরু হলে তা এদেশে অ্যাপলের ব্যবসায় নতুন মোড় এনে দেবে বলে মনে করা হচ্ছে।

মুম্বইতে আগামী বছরের মধ্যে খুলতে চলেছে অ্যাপলের এদেশে প্রথম রিটেইল আউটলেট।

এদেশে উত্তরোত্তর বাড়তে থাকা স্মার্টফোনের ব্যবসায় অ্যাপলের লভ্যাংশ খুব বেশি নয়। সাধারণ ভাবে অ্যাপলের ডিভাইসের দাম অপেক্ষাকৃত বেশি হওয়ায় তা সাধারণ ভাবে ভারতীয় পণ্যের বাজারে সেভাবে প্রবেশ করতে পারেনি। আইফোনেপ বিক্রি ২০১৮ ও ২০১৯-এর প্রথমার্ধে বিপুল পরিমাণে কমেছে। এর ফলে তাদের নতুন মডেলও ছাড় দিয়ে বিক্রি করতে হচ্ছে অ্যাপলকে।

নতুন আইনে অ্যাপলের কাছে সুযোগ তৈরি হয়েছে রিটেইলিং ও ব্র্যান্ডিংকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করা— অনলাইন ও অফলাইন দুই দিকেই। এখনও পর্যন্ত তারা ফ্র্যাঞ্চাইজি স্টোর ও আমাজন ইন্ডিয়া, ফ্লিপকার্টের মতো অনলাইন রিটেইল প্ল্যাটফর্মের মাধ্যমে এদেশে তাদের ডিভাইস বিক্রি করছে।

ভারতে অনলাইন বিক্রি দিন দিন বাড়ছে। ভারতে বিক্রি হওয়া প্রতি পাঁচটি ফোনের একটি অনলাইনে বিক্রি হয়। অ্যাপল এবার অনলাইনে বিক্রি শুরু হলে শাওমি ও ওয়ান প্লাসের মতো ব্র্যান্ডকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইউটিউবের এক নতুন পরিবর্তন বর্তমানে পরীক্ষার মধ্যে আছে
  2. মাত্র 39 টাকা থেকে শুরু হচ্ছে জিও কোম্পানীর নতুন আন্তর্জাতিক রিচার্জের পরিকল্পনাটি
  3. UPI,লাভজনক লেনদেন এবং লোনের সুবিধা সহJioFinance অ্যাপটি লঞ্চ করা হয়েছে
  4. One plus 13ফোনটি একদম নতুন Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা সজ্জিত হতে চলেছে
  5. হ্যাকাররা টেলিগ্রামের মাধ্যমে Star Health-এর কিছু তথ্য ফাঁস করে দিয়েছে
  6. Vivo X200 সিরিজটি পূর্ববর্তী মডেলের তুলনায় এক অপূর্ব নতুন অভিজ্ঞতা প্রদান করবে
  7. Honor X7c 4g-ফোনটি Snapdragon 685 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে
  8. এক প্রভাবশালী অনু রূপে microRNA-এর কার্যকরী ভূমিকা
  9. আসন্ন OnePlus 13-ফোনটির চিপসেটটিতে ওরিয়ন কোর থাকবে,যা ফোনটির কার্যক্ষমতার উন্নয়ন ঘটাবে
  10. Infinix Hot সিরিজের এক নতুন আকর্ষণীয় স্মার্টফোন Infinix Hot 50i
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »