ভারতে অনলাইন বিক্রি শুরু করছে Apple, সামনের মাস থেকেই শুরু বিপণন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অগাস্ট 2019 15:46 IST

এবার অনলাইনে মি‌লবে অ্যাপলের (Apple Inc) ডিভাইস। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি একথা জানিয়েছেন। বুধবার ভারতের তরফে নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে অ্যাপলের (Apple) মতো সংস্থাকে ৩০ শতাংশ নির্মাণ দেশেই করতে হবে। বাকিটা আমদানি করতে পারবে তারা। এই নিয়মের ফলে ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলিকে সমস্যায় পড়তে হয়েছে। কেননা বেশির ভাগ সংস্থাই চিন থেকে ডিভাইস ও যন্ত্রাংশ আমদানি করে। সরকার তথাকথিত সিঙ্গল ব্র্যান্ড রিটেইলারদের অফলাইন বিক্রির পাশাপাশি অনলাইন স্টোর খোলারও অনুমতি দিচ্ছে। বাণিজ্য নিয়ে চিন ও আমেরিকার মধ্যে তৈরি হওয়া মতবিরোধের পরিপ্রেক্ষিতে ভারতের নতুন বিনিয়োগ নিয়ম অ্যাপলকে নতুন করে সুযোগ করে দিচ্ছে।

অ্যাপল এই সুযোগের মাধ্যমে ভারতে বাণিজ্য আরও মজবুত করতে পারবে। ফলে চিনের উপরে অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভারতে ব্যবসা করার দিকে মন‌ দিতে পারবে তারা।

আগামী মাস থেকেই আইফোন, আইপ্যাড ও অ্যাপল ম্যাক অনলাইনে বিক্রি শুরু হবে ভারতে। অনলাইনে বিক্রি শুরু হলে তা এদেশে অ্যাপলের ব্যবসায় নতুন মোড় এনে দেবে বলে মনে করা হচ্ছে।

মুম্বইতে আগামী বছরের মধ্যে খুলতে চলেছে অ্যাপলের এদেশে প্রথম রিটেইল আউটলেট।

এদেশে উত্তরোত্তর বাড়তে থাকা স্মার্টফোনের ব্যবসায় অ্যাপলের লভ্যাংশ খুব বেশি নয়। সাধারণ ভাবে অ্যাপলের ডিভাইসের দাম অপেক্ষাকৃত বেশি হওয়ায় তা সাধারণ ভাবে ভারতীয় পণ্যের বাজারে সেভাবে প্রবেশ করতে পারেনি। আইফোনেপ বিক্রি ২০১৮ ও ২০১৯-এর প্রথমার্ধে বিপুল পরিমাণে কমেছে। এর ফলে তাদের নতুন মডেলও ছাড় দিয়ে বিক্রি করতে হচ্ছে অ্যাপলকে।

নতুন আইনে অ্যাপলের কাছে সুযোগ তৈরি হয়েছে রিটেইলিং ও ব্র্যান্ডিংকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করা— অনলাইন ও অফলাইন দুই দিকেই। এখনও পর্যন্ত তারা ফ্র্যাঞ্চাইজি স্টোর ও আমাজন ইন্ডিয়া, ফ্লিপকার্টের মতো অনলাইন রিটেইল প্ল্যাটফর্মের মাধ্যমে এদেশে তাদের ডিভাইস বিক্রি করছে।

ভারতে অনলাইন বিক্রি দিন দিন বাড়ছে। ভারতে বিক্রি হওয়া প্রতি পাঁচটি ফোনের একটি অনলাইনে বিক্রি হয়। অ্যাপল এবার অনলাইনে বিক্রি শুরু হলে শাওমি ও ওয়ান প্লাসের মতো ব্র্যান্ডকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung সবচেয়ে সস্তায় AI ল্যাপটপ লঞ্চ করল, একবার চার্জে 19 ঘন্টা ভিডিও দেখা যাবে
  2. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  3. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  4. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  5. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  6. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  7. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  8. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  9. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  10. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.