169 টাকার প্ল্যান ঢেলে সাজালো Airtel
পুরনো প্ল্যানে আরও বেশি সুযোগ দিতে শুরু করেছে ভারতের টেলিকম কোম্পানিগুলি। গ্রাহক ধরে রাখতে প্রিপেড ও পোস্টপেড প্ল্যানগুলি ঢেলে সাজাচ্ছে সব কোম্পানি। এবার Jio 149 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় 169 টাকার প্ল্যান ঢেলে সাজালো Airtel। প্রিপেডে 169 টাকা প্ল্যানে এবার দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 169 টাকা প্ল্যানে এবার মোট 28GB ডেটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 1GB ডেটা দিত Airtel।
Telecom Talk ওয়েবসাইটে এক রিপোর্টে Airtel এর নতুন প্রিপেড প্ল্যানের খবর প্রকাশিত হয়েছে। 169 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 তি SMS ব্যবহারের সুবিধা। 169 টাকা Airtel প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
169 টাকা প্ল্যানে একই সুবিধা দিচ্ছে Vodafone। তবে Jio 149 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এবং দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। এছাড়াও Jio 149 টাকা প্ল্যানে সব Jio প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন