বিনামূল্যে নতুন ব্রডব্যান্ড কানেকশান নিতে BSNL ল্যান্ডলাইন থেকে টোল-ফ্রি নম্বর 18003451504 তে ফোন করতে হবে। এর ফলে নতুন কানেকশান নেওয়ার ইন্সটলেশান চার্জ থেকে রেহাই পাবেন গ্রাহক। 10Mbps স্পিডে দিনে 5GB ডেটা ব্যবহার করা যাবে।
ল্যান্ডলাইন গ্রাহককে বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেব দিচ্ছে BSNL
কোম্পানির সব ল্যান্ডলাইন গ্রাহককে বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হবে। শুক্রবার এই ঘোষণা করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ল্যান্ডলাইন গ্রাহকদের ব্রডব্যান্ড কানেকশান নেওয়ার সময় কোনও ইন্সটলেশান চার্জ দিতে হবে না। 10Mbps স্পিডে দিনে 5GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। সম্প্রতি ব্রডব্যান্ডে সব বার্ষিক প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছিল BSNL। 31 মার্চ পর্যন্ত চালু থাকবে এই অফার।
বিনামূল্যে নতুন ব্রডব্যান্ড কানেকশান নিতে BSNL ল্যান্ডলাইন থেকে টোল-ফ্রি নম্বর 18003451504 তে ফোন করতে হবে। এর ফলে নতুন কানেকশান নেওয়ার ইন্সটলেশান চার্জ থেকে রেহাই পাবেন গ্রাহক। 10Mbps স্পিডে দিনে 5GB ডেটা ব্যবহার করা যাবে।
31 মার্চ পর্যন্ত BSNL এর সব বার্ষিক ব্রডব্যান্ড প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। কোম্পানির ফাইবার গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশান দিচ্ছে রাষ্ট্রায়াত্ত কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28