অন্য যে কোন নেটওয়ার্কের মতোই যে কোন Jio নম্বরে ‘ডু নট ডিস্টার্ব’ সার্ভিস অন করে এই ধরনের কলের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। Jio নম্বরে ‘ডু নট ডিস্টার্ব’ সার্ভিস অন করার উপায় দেখে নিন।
মনোসংযোগের চরম মুহুর্তে বেজে উঠল ফোন। কল রিসিভ করার পরে বুঝলেন টেলিকম কোম্পানি নতুন অফারের জানান দিচ্ছে। এই ঘটনা কম বেশি সবার সাথেই হয়েছে। কিন্তু জানেন কী বিরক্তিকর এই কল এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় আছে? যে কোন নতুন সিম কার্ড নেওয়ার পরেই ‘ডু নট ডিস্টার্ব' সার্ভিস অন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে এই সার্ভিস অন করলে সব ধরনের স্প্যাম কল ও মেসেজের হাত থেকে রেহাই না মিললেও টেলিকম কোম্পানির নিয়মিত কল ও মেসেজের হাত থেকে মুক্তি মিলবে।
অন্য যে কোন নেটওয়ার্কের মতোই যে কোন Jio নম্বরে ‘ডু নট ডিস্টার্ব' সার্ভিস অন করে এই ধরনের কলের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। Jio নম্বরে ‘ডু নট ডিস্টার্ব' সার্ভিস অন করার উপায় দেখে নিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Intergalactic: The Heretic Prophet Targeting Mid-2027 Launch as Naughty Dog Orders Overtime: Report