2018 সালের ডিসেম্বর মাস থেকে 2019 সালের জানুয়ারি মাসের মধ্যে 92 শতাংশ Jio গ্রাহক নিজের Jio সিম প্রাইমারি নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করেছেন। 2018 সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে এই সংখ্যাটা ছিল 83 শতাংশ।
যে সব গ্রাহকের কাছে একাধিক সিম কার্ড হয়েছে প্রাইমারি নেটওয়ার্ক হিসাবে Jio সিম এর জনপ্রিয়তা বেড়েছে। 2018 সালে সমীক্ষার রিপোর্টে এই খবর জানিয়েছে UBS।
2018 সালের ডিসেম্বর মাস থেকে 2019 সালের জানুয়ারি মাসের মধ্যে 92 শতাংশ Jio গ্রাহক নিজের Jio সিম প্রাইমারি নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করেছেন। 2018 সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে এই সংখ্যাটা ছিল 83 শতাংশ।
গোটা দেশের 13 টি শহরে এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় জানা গিয়েছে 2018 সালের ডিসেম্বর মাস থেকে 2019 সালের জানুয়ারি মাসের মধ্যে 95 শতাংশ Airtel গ্রাহক নিজের Airtel সিম প্রাইমারি নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করেছেন। 2018 সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে এই সংখ্যাটা ছিল 83 শতাংশ।
নতুন দিল্লী, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, নাগপুর, পাটনা, বিশাখাপাত্তনম, যোধপুর, উদয়পুর, আলওয়ার, সালেম, রায়পুর ও এলাহাবাদে এই সমীক্ষা চালানো হয়েছিল।
রিপোর্টে আরও বলা হয়েছে মোট Jio গ্রাহকের 11 শতাংশ কোম্পানির 4G ফিচার ফোন JioPhone ব্যবহার করেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28