Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Redmi A4 5G-এর দাম 10,999 টাকা থেকে 8,299 টাকায় নেমে আসবে। Samsung Galaxy M07 বিক্রি হবে 7,499 টাকায়, যেখানে সাধারণ দাম 9,999 টাকা। Realme Narzo 80 Lite 5G মডেলটি 8,999 টাকার পরিবর্তে 7,899 টাকায় বিক্রি হবে। এছাড়াও, সেল অফারে Samsung Galaxy M06 এবং Lava Bold N1 5G যথাক্রমে 9,249 টাকা ও 7,249 টাকায় কেনা যাবে।