কম দামের পাশাপাশি, গ্রাহকরা কুপন, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাংক ডিসকাউন্টের মাধ্যমে আরও সঞ্চয় করতে পারবেন। SBI এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে অ্যামাজন।
এই সুবিধা ব্যবহারের জন্য আপনাকে আধার নম্বর ও প্যান নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। আধার যে নম্বরে রেজিস্টার করা সেই নম্বরে আসা OTP কনফার্ম করলে তবেই Amazon Pay EMI তে রেজিস্টার হবে গ্রাহক।