বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করা খুবই সহজ। এটি গুগল পে, ফোনপে, পেটিএম, ও অন্যান্য ইউপিআই অ্যাপগুলিতে একইভাবে কাজ করে। প্রাথমিকভাবে বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকা পাঠানো যাবে। পরবর্তীতে এই সীমা পর্যালোচনা করে বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।
আপনি যখনই বায়োমেট্রিক অপশন বেছে নেবেন, তখনই ফোনের ক্যামেরা ও আঙুলের ছাপ নেওয়ার স্ক্যানার সক্রিয় হয়ে যাবে। আপনার মুখ বা আঙুলের স্ক্যান করা তথ্য আধার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় বা আপনার সঙ্গে মিলে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হবে।