অক্টা-কোর Dimensity 800 চিপসেটে থাকবে চারটি ARM Cortex-A76 কোর। এই চারটি কোরে সর্বোচ্চ 2GHz ক্লক স্পিড পাওয়া যাবে। সাথে থাকছে চারটি ARM Cortex-A55 চিপসেট।
নতুন SelfieType প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গ্রাহকের আঙুলের নড়াচড়া বুঝে নেবে স্মার্টফোন।