নতুন SelfieType প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গ্রাহকের আঙুলের নড়াচড়া বুঝে নেবে স্মার্টফোন।
Photo Credit: Samsung
স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপে এই ব্যবহার করা যাবে SelfieType
2012 সালে প্রথম C-Lab শুরু করেছিল Samsung। এই প্রোজেক্টে কোম্পানির কর্মীরা নিজে যে প্রোজেক্টে স্বচ্ছন্দ বোধ করেন সেখানে কাজ করতে পারেন। বিগত কয়েক বছর ধরেই CES (কনসিউমার ইলেকট্রনিক শো) ইভেন্টে বিভিন্ন C-Lab প্রোজেক্ট গোটা বিশ্বের সামনে আনছে দক্ষিণ কোরিয় কোম্পানিটি। সম্প্রতি SelfieType নামের এমনই একই প্রোজেক্ট সামনে এসেছে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে টাইপ করা যাবে।
নতুন SelfieType প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গ্রাহকের আঙুলের নড়াচড়া বুঝে নেবে স্মার্টফোন। এই পদ্ধতিতে QWERTY কিবোর্ডের মাধ্যমে টাইপ করা যাবে। Samsung জানিয়েছে SelfieType প্রযুক্তি ব্যবহার করতে আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। স্মার্টফোন, ট্যাবলেট এমনকি ল্যাপটপের সামনের ক্যামেরা ব্যবহার করে কাজ করবে SelfieType।
SelfieType ছাড়াও 2020 সালের CES ইভেন্টে আরও একগুচ্ছ নতুন প্রযুক্তি আনবে Samsung। এর মধ্যে অন্যতম 'Becon' ও 'SunnySide' এর মতো প্রোজেক্টগুলি। চুল ঝরা কমাতে কাজে লাগবে 'Becon'। অন্যদিকে 'SunnySide' প্রোজেক্টে কৃত্রিম উপায়ে সূর্যের আলো তৈরি করা হতে পারে।
এছাড়াও Samsung একটি নতুন সেন্সর লঞ্চ করবে। নতুন এই সেন্সর ব্যবহার করে অতিবেগুনী রশ্মি মাপা যাবে। ওয়্যারেবেল ডিভাইসে এই সেন্সর ব্যবহার কতে পারে। এর ফলে অতিবেগুনী রশ্মি থেকে বিকিরণ থেকে দূরে থাকা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More