Realme ফোরামে Realme C1 আর Realme 2 ফোনে Android Pie আপডেট পৌঁছে যাওয়ার খবর প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। ব্লগ পোস্টে Realme জানিয়েছে আপাতত বিটা আপডেট পৌঁছালেও তিন সপ্তাহের মধ্যে এই দুই ফোনে স্টেবেল আপডেট পৌঁছে যাবে।
8,000 টাকার আশেপাশে লঞ্চ হবে নতুন Realme C2। এই মুহুর্তে Ralme C1 এর দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। Realme C1 (2019) এর দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে।