মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Honor 9X। আজ দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্ট থেকে ভারতে নতুন ফোন লঞ্চ করবে Honor। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে Honor Magic Watch 2 স্মার্টওয়াচ আর Honor Band 5i ফিটনেস ব্যান্ড।
Honor অফিশিয়াল YouTube চ্যানেল থেকে Honor 20 সিরিজ লঞ্চ সরাসরি দেখা যাবে। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে। নির্দিষ্ট সময়ে নীচে প্লে বাটনে ক্লিক করে Honor 20 সিরিজ লঞ্চ সরাসরি দেখতে পাবেন।