লঞ্চ হয়ে গেলো অ্যাপেলের একটি নতুন হ্যান্ডসেট iPhone 16e,যেটি তুলনামুলক কম দামের সাথে বাজারে পাওয়া যাবে এবং এটিতে A18-চিপ যুক্ত করা আছে। iPhone 16e হ্যান্ডসেটটি অ্যাপেল ইন্টিলিজেন্স ফিচারগুলো দ্বারা সজ্জিত হয়ে এসেছে। হ্যান্ডসেটটিতে একটি মাত্র 48-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেখতে পাওয়া যায়
খুব শীঘ্রই বাজারে iphone 16 লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।কিন্তু তার পূর্বেই iphone 15 প্লাসের দাম কমিয়ে দেওয়া হলো। উৎসাহিত গ্রাহকরা এবার কম দামের বিনিময়ে পেতে যাবেন এই নতুন স্মার্টফোনটি। এছাড়াও ফোনটি বিভিন্ন ছাড়ের মাধ্যমে কিনতে পাওয়া যাবে।
বর্তমানে ফ্লিপকার্ট এর মাধ্যমে হ্যান্ডসেটটি নতুন দামে কিনতে পাওয়া যাবে।
লিকুইড রেটিনা ডিসপ্লে সহ 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে নতুন iPad Pro। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone XR ফোনে একই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন iPad Pro এর ভিতরে রয়েছে A12X বায়োনিক চিপ।