লঞ্চ হল iPhone XR: ভারতে দাম ও স্পেসিফিকেশান
iPhone XR ফোনে একটি 6.1 ইঞ্চি এজ-টু-এজ LCD ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। এছাড়াও iPhone XS ও iPhone XS Maxএর মতোই iPhone XR এর ভিতরেও থাকবে নতুন A12 বায়োনিক চিপ। নতুন এই LCD ডিসপ্লের নাম রাখা হয়েছে ‘Liquid Retina’ ডিসপ্লে। A12 বায়োনিক চিএ থাকবে লেটেস্ট 7Nm আর্কিটেকচার।