iQOO 13 গত বছর ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছিল। কিন্তু এই বছর Android ফোন নির্মাতারা তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলো আগেই বাজারে এনেছে। যে কারণে অন্যান্য মার্কেটেও লঞ্চের তারিখ এগিয়ে এসেছে। iQOO 15 ফোনটির চাইনিজ ও ভারতীয় ভেরিয়েন্টে বড় কোনও পার্থক্য থাকবে না বলে অনুমান করা হচ্ছে।